ফেরারি মেঘের দিন
ফেরারি মেঘের দিন
চরিত্র:
রুদ্র: একজন যুবক, কবি
মীনা: একজন যুবতী, রুদ্রের প্রেয়সী
মনোজ: রুদ্রের বন্ধু
দৃশ্য:
একটি রোদে ঝলমলে দিন। রুদ্র ও মীনা একটি পার্কে বসে আছে।
রুদ্র: (আকাশের দিকে তাকিয়ে) দেখ মীনা, কত সুন্দর ফেরারি মেঘ ভেসে বেড়াচ্ছে!
মীনা: (হেসে) হ্যাঁ, সত্যিই। মনে হচ্ছে যেন আকাশে দৌড়াচ্ছে এক সারি সাদা ঘোড়া।
রুদ্র: জানিস মীনা, এই মেঘগুলো আমাকে একটা কবিতা লিখতে অনুপ্রাণিত করেছে।
মীনা: (আগ্রহের সাথে) সত্যি? শুনতে চাই।
রুদ্র: (কবিতা পাঠ করে)
ফেরারি মেঘের দিন,
আকাশে দৌড়ায় ঘোড়া ঝিন্ঝিন।
সাদা পালকের ডানা,
মনে হয় যেন স্বপ্নের জানা।
সূর্যের আলোয় ঝলমলে,
মেঘের ছায়া ভেসে বেড়ায় মনে।
হৃদয় হয়ে ওঠে হালকা,
মন ভরে যায় আনন্দে।
ফেরারি মেঘের দিন,
তোমার সাথে থাকতে চাই চিরদিন।
হাতে হাত রেখে,
এই পথে হেঁটে যেতে চাই চিরদিন।
মীনা: (রুদ্রের হাত ধরে) কত সুন্দর কবিতা রুদ্র! তোমার কবিতায় মনের ভাবনা যেন প্রকাশ পেয়েছে।
রুদ্র: (মীনার দিকে তাকিয়ে) তুমি যখন আমার পাশে থাকো, তখন আমার মনে হয় যেন সবকিছুই সুন্দর।
মনোজ: (হেসে) ওহো, কত রোমান্টিক হয়ে গেছে দুজনে!
(মনোজ এসে তাদের সাথে যোগ দেয়।)
মীনা: (মনোজের দিকে তাকিয়ে) তুমি কখন এলে মনোজ?
মনোজ: (হেসে) বেশ কিছুক্ষণ ধরে তোমাদের কথা শুনছি। তোমাদের রোমান্স দেখে মনটা ভরে গেল।
রুদ্র: (মনোজের কাঁধে হাত রেখে) তুই এলে তো আরও মজা হবে। চলো, পার্কে ঘুরে আসি।
(তিনজনে হেসেখেলে পার্কে ঘুরে বেড়ায়।)
চরিত্র:
রুদ্র: একজন যুবক, কবি
মীনা: একজন যুবতী, রুদ্রের প্রেয়সী
মনোজ: রুদ্রের বন্ধু
দৃশ্য:
একটি রোদে ঝলমলে দিন। রুদ্র ও মীনা একটি পার্কে বসে আছে।
রুদ্র: (আকাশের দিকে তাকিয়ে) দেখ মীনা, কত সুন্দর ফেরারি মেঘ ভেসে বেড়াচ্ছে!
মীনা: (হেসে) হ্যাঁ, সত্যিই। মনে হচ্ছে যেন আকাশে দৌড়াচ্ছে এক সারি সাদা ঘোড়া।
রুদ্র: জানিস মীনা, এই মেঘগুলো আমাকে একটা কবিতা লিখতে অনুপ্রাণিত করেছে।
মীনা: (আগ্রহের সাথে) সত্যি? শুনতে চাই।
রুদ্র: (কবিতা পাঠ করে)
ফেরারি মেঘের দিন,
আকাশে দৌড়ায় ঘোড়া ঝিন্ঝিন।
সাদা পালকের ডানা,
মনে হয় যেন স্বপ্নের জানা।
সূর্যের আলোয় ঝলমলে,
মেঘের ছায়া ভেসে বেড়ায় মনে।
হৃদয় হয়ে ওঠে হালকা,
মন ভরে যায় আনন্দে।
ফেরারি মেঘের দিন,
তোমার সাথে থাকতে চাই চিরদিন।
হাতে হাত রেখে,
এই পথে হেঁটে যেতে চাই চিরদিন।
মীনা: (রুদ্রের হাত ধরে) কত সুন্দর কবিতা রুদ্র! তোমার কবিতায় মনের ভাবনা যেন প্রকাশ পেয়েছে।
রুদ্র: (মীনার দিকে তাকিয়ে) তুমি যখন আমার পাশে থাকো, তখন আমার মনে হয় যেন সবকিছুই সুন্দর।
মনোজ: (হেসে) ওহো, কত রোমান্টিক হয়ে গেছে দুজনে!
(মনোজ এসে তাদের সাথে যোগ দেয়।)
মীনা: (মনোজের দিকে তাকিয়ে) তুমি কখন এলে মনোজ?
মনোজ: (হেসে) বেশ কিছুক্ষণ ধরে তোমাদের কথা শুনছি। তোমাদের রোমান্স দেখে মনটা ভরে গেল।
রুদ্র: (মনোজের কাঁধে হাত রেখে) তুই এলে তো আরও মজা হবে। চলো, পার্কে ঘুরে আসি।
(তিনজনে হেসেখেলে পার্কে ঘুরে বেড়ায়।)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১০/০৪/২০২৪সুন্দর উপস্থাপন।