বুঝে চলো
চার চাকা গাড়ি চড়ে মনে বড়ো খুশী
পাঁচ জনে দেখে বলে বেশ বেশ বেশ
ছয় ঋতু সুখে কাটে বাড়ে শুধু কেশ
রাঙা ছাতা হাতে নিয়ে দূরে শোনে বাঁশী।
সাত পাকে বাধা পড়ে দিন হলো কাত
সুখে দুখে এক ভিন্ন বন্ধু ছিন্ন হলো
মিষ্টি মাখা কথা সবে মিশে গেলো ধূলো
পাখি নয় পেঁচা ডাকে কাটে দুঃখে রাত।
আলো নিভে ছায়া এলো বাড়ে শধু ভয়
জন্মে শিশু বড়ো হলো মাস হলো ছয়।
ছায়া ছায়া মায়া ভরা দিন গেলো চলে
রাখে হরি বাচে সাথে মাছ ভাত ছাড়া
প্রেম করে ছুটে মেয়ে চড়ে যেন শূলে
বুঝে চলো বাছা ধন এতো কেন তাড়া?
পাঁচ জনে দেখে বলে বেশ বেশ বেশ
ছয় ঋতু সুখে কাটে বাড়ে শুধু কেশ
রাঙা ছাতা হাতে নিয়ে দূরে শোনে বাঁশী।
সাত পাকে বাধা পড়ে দিন হলো কাত
সুখে দুখে এক ভিন্ন বন্ধু ছিন্ন হলো
মিষ্টি মাখা কথা সবে মিশে গেলো ধূলো
পাখি নয় পেঁচা ডাকে কাটে দুঃখে রাত।
আলো নিভে ছায়া এলো বাড়ে শধু ভয়
জন্মে শিশু বড়ো হলো মাস হলো ছয়।
ছায়া ছায়া মায়া ভরা দিন গেলো চলে
রাখে হরি বাচে সাথে মাছ ভাত ছাড়া
প্রেম করে ছুটে মেয়ে চড়ে যেন শূলে
বুঝে চলো বাছা ধন এতো কেন তাড়া?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ২৭/০৫/২০২২Sundor
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/০৫/২০২২চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৫/২০২২অনেকদিন পরে দেখলাম!
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৫/২০২২চমৎকার সুন্দর
-
ফয়জুল মহী ১৬/০৫/২০২২চমৎকার উপস্থাপনা।
পাঠে মুগ্ধতা রেখে গেলাম কবি। -
অভিজিৎ হালদার ১৬/০৫/২০২২সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ