www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাষার মৃত্যু

M.M Sinha, PhD Research Scholar
আমরা আমাদের পূর্বপূরুষদের জন্য গর্ব বোধ করি , তাদের অস্তিত্ব তাদের অনুভূতি আমাদের নিজস্বতা এবং ব্যক্তিত্বের এক একটি অংশ। তথাপি, সেই পূর্বপুরুষরা যে ভাষায় কথা বলেছিল আমরা সেই ভাষা সম্পর্কে কতটুকু সচেতন?

মানুষের অধিকাংশ ভাষা ইতিমধ্যেই ঐতিহাসিকভাবে হারিয়ে গেছে।এ ব্যাপারে সঠিক পরিসংখ্যান স্থাপন করা কঠিন, কিন্তু ভাষাবিদরা মনে করেন সর্বনিম্ন অনুমান অনুসারে মানব ইতিহাসের কোনো এক সময়ে 31,000টি ভাষা বিদ্যমান ছিল।বর্তমানে বিশ্বে প্রায় 7,000টি ভাষায় কথা বলা হয়।ভাষার প্রকৃত সংখ্যা আমরা নিশ্চিতভাবে জানি না, কারণ ভাষাবিদরা এখন প্রত্যন্ত অঞ্চলে কথিত কিছু ভাষাকে শ্রেণিবদ্ধ করতে শুরু করেছেন।তাঁরা অনুমান করেছেন যে সমস্ত মানব ভাষার 81 শতাংশ বিলুপ্ত হয়ে গেছে।অনুসন্ধান করে বিশেষজ্ঞরা মত দিয়েছেন যে বিশ্বের প্রায় 7,000 উপভাষার 90% পরবর্তী 100 বছরে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে।

ভাষাতত্ত্বের নিয়ম অনুসারে যখন একটি ভাষা তার শেষ স্থানীয় ভাষীকে হারায় তখন ভাষাটির বিলুপ্ত হয়ে যায় বা ভাষাটির মৃত্যু ঘটে। বিপন্ন ভাষা এবং একটি বিলুপ্ত ভাষার মধ্যে পার্থক্য আছে।একটি বিপন্ন ভাষা হলো -যেটি কম বা কোনো শিশু শেখে না এবং একটি বিলুপ্ত ভাষা যেটি কোনো শিশু শেখে না আবার যেটির শেষ স্থানীয় ভাষাভাষী মারা গেছে।
সাধারণত তিন ভাবে ভাষার মৃত্যু হতে পারে:-
i) জনসংখ্যা হ্রাস
ii) জোরপূর্বক স্থানান্তর,
iii) স্বেচ্ছায় স্থানান্তর।
তবে মনে রাখতে হবে যে এদের মধ্যে বিভাজন অনেকটাই স্পষ্ট নয়। অসংখ্য ভাষার মৃত্যু তিনটি কারণের মিশ্রণে হয়ে থাকে ।
References
1. Wikipedia
2. Richard Nordquist
3. Viktor Hohn
4. Lane Wallace
5. Richard Armstrong
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৩৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast