প্রথম লজ্জা
ট্রেনটা স্টেশনে পৌছলো-
শুরু হলো হকাররা দৌড় ঝাঁপ ।
সব্জী রুটি ডিম বয়েল অথবা ঠাণ্ডা জল-
যে যার পসরা বিক্রয় নিয়ে ব্যস্ত।
আজ দেশের মানুষ অর্থাৎ নিতাই
ফেরি দিতে আসেনি-খুব অসুস্থ সে।
জীবনে প্রথমবারের মতো-
তার স্ত্রী সুনকা ঝুড়ির কলাগুলো নিয়ে- স্টেশনে হাজির।
লজ্জা বা ভয় দুটি সুনকার চেহারার প্রস্ফুটিত।
কিন্তু উপায় নেই-ডাক্তার বলেছে নিতাই এর ভালো চিকিৎসা প্রয়োজন।
সুনকা ট্রেনের কাছে ডাকতে লাগলো-"কলা কলা লাগে কলা।"
******
মুঙ্গীয়াকাম
শুরু হলো হকাররা দৌড় ঝাঁপ ।
সব্জী রুটি ডিম বয়েল অথবা ঠাণ্ডা জল-
যে যার পসরা বিক্রয় নিয়ে ব্যস্ত।
আজ দেশের মানুষ অর্থাৎ নিতাই
ফেরি দিতে আসেনি-খুব অসুস্থ সে।
জীবনে প্রথমবারের মতো-
তার স্ত্রী সুনকা ঝুড়ির কলাগুলো নিয়ে- স্টেশনে হাজির।
লজ্জা বা ভয় দুটি সুনকার চেহারার প্রস্ফুটিত।
কিন্তু উপায় নেই-ডাক্তার বলেছে নিতাই এর ভালো চিকিৎসা প্রয়োজন।
সুনকা ট্রেনের কাছে ডাকতে লাগলো-"কলা কলা লাগে কলা।"
******
মুঙ্গীয়াকাম
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০১/২০১৯ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৮/০১/২০১৯Nice.
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/০১/২০১৯সামাজি পরিস্থিতির উপস্থাপন।
কাব্যিকতা বেশ ভালো। -
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/০১/২০১৯সামাজি পরিস্থিতার উপস্থাপন।
কাব্যিকতা বেশ ভালো।