ভারত দেশে
বাহির থেকে সবই ভালো,
মুছে দেব গোপন কালো।
বেরিয়ে পড়ো বন্ধু সবাই,
দেশের উপর কিছুই নাই।
জেগে আমি স্বপ্ন দেখি,
দেশের কথা মথায় রাখি।
ঘরের ভেতর মন্ত্রণা নয়,
বেরিয়ে এসো ছেড়ে ভয়।
উঠবে রবি পূব আকাশে,
সুখী সবাই ভারত দেশে।
***********
তাং: ৪/০৯/২০১৮ ইং
১৮ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল: ৮.৫৮ ঘটিকা
নিজ বাসভবন,ধর্মনগর
মুছে দেব গোপন কালো।
বেরিয়ে পড়ো বন্ধু সবাই,
দেশের উপর কিছুই নাই।
জেগে আমি স্বপ্ন দেখি,
দেশের কথা মথায় রাখি।
ঘরের ভেতর মন্ত্রণা নয়,
বেরিয়ে এসো ছেড়ে ভয়।
উঠবে রবি পূব আকাশে,
সুখী সবাই ভারত দেশে।
***********
তাং: ৪/০৯/২০১৮ ইং
১৮ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল: ৮.৫৮ ঘটিকা
নিজ বাসভবন,ধর্মনগর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অলি শর্ম্মা ০৭/০৯/২০১৮Sundor
-
অলি শর্ম্মা ০৬/০৯/২০১৮Very nice
-
কে. পাল ০৬/০৯/২০১৮Sundor
-
Riktam Ghosh ০৬/০৯/২০১৮খুব সুন্দর
-
ন্যান্সি দেওয়ান ০৫/০৯/২০১৮Nice.
-
রাকিব ইমতিয়াজ. ০৫/০৯/২০১৮ভালো হয়েছে