সত্যের পথে
আর্তনাদ শুনেছি সেদিন গভীর রাতে,
অশ্রু বৃষ্টি ঝরেছিল চোখ বেয়ে বুকে।
জীবনদীপ নিভেছিল মাঝ পথে এসে,
দোষ কি ছিল সেই তারে ভালোবেসে।
মানব মানবী এখন চলে যে যার মতো,
আত্ম যন্ত্রনায় সে হলো নিজেই নিহত।
প্রতিপদে পেয়েছিল প্রতারণার জ্বালা,
ভুল ছিল সে পড়েছিল বন্ধনের মালা।
ভেদাভেদ নাই যার আপন আর পরে,
সেই মানুষ রয়েছে আজ অমর হয়ে।
মিষ্টি মাখা কথা কতো পথিকের তরে,
ঘরে এলে কেঁপে মরে গুরুতর জ্বরে।
অভিনয়ে ব্যস্ত ছিল অলক্ষ্যে মিলন,
প্রাণ কাড়ি নিল যে সে কেমন সুজন!
অগাধ বিশ্বাস থাকুক আগামী জীবন,
সত্য পথে চলে দেখো লাগে কেমন!
***********
তাং: ১/০৯/২০১৮ ইং
১৫ ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল: ১০.৪৭
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
অশ্রু বৃষ্টি ঝরেছিল চোখ বেয়ে বুকে।
জীবনদীপ নিভেছিল মাঝ পথে এসে,
দোষ কি ছিল সেই তারে ভালোবেসে।
মানব মানবী এখন চলে যে যার মতো,
আত্ম যন্ত্রনায় সে হলো নিজেই নিহত।
প্রতিপদে পেয়েছিল প্রতারণার জ্বালা,
ভুল ছিল সে পড়েছিল বন্ধনের মালা।
ভেদাভেদ নাই যার আপন আর পরে,
সেই মানুষ রয়েছে আজ অমর হয়ে।
মিষ্টি মাখা কথা কতো পথিকের তরে,
ঘরে এলে কেঁপে মরে গুরুতর জ্বরে।
অভিনয়ে ব্যস্ত ছিল অলক্ষ্যে মিলন,
প্রাণ কাড়ি নিল যে সে কেমন সুজন!
অগাধ বিশ্বাস থাকুক আগামী জীবন,
সত্য পথে চলে দেখো লাগে কেমন!
***********
তাং: ১/০৯/২০১৮ ইং
১৫ ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল: ১০.৪৭
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অলি শর্ম্মা ০৭/০৯/২০১৮Nice
-
অলি শর্ম্মা ০৬/০৯/২০১৮Sundor
-
সাঁঝের তারা ০৩/০৯/২০১৮সুন্দর
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০২/০৯/২০১৮সুন্দরের দিকে আহবান ।
অনেক শুভেচ্ছা । -
রাকিব ইমতিয়াজ. ০২/০৯/২০১৮অনেক সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/০৯/২০১৮অনন্য সুন্দর কবিতা।