প্রহসনে সুখ
'প্রহসন' বলে যদি কিছু থাকে-
মৃত্যুঞ্জয়ীর দল কেন লুকিয়ে হাসে?
দাসত্বের শেকলে বাঁধা সংসারী মানুষ,
ভবঘুরে যারা বলো তাদের কিবা দোষ!
বিবেকের সুতোয় গ্ৰন্থিত কালো ছায়া,
আঁধারও হেসে বলে আলোতেই মায়া।
মঞ্চায়িত জীবনে পরাধীনতাই সুখ;
দর্শকেরা বলে ভালো-ভালো হয়েছে খুব!
***********
তাং: ২৭/০৮/২০১৮ ইং
১০ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল:৬.২৮
মৃত্যুঞ্জয়ীর দল কেন লুকিয়ে হাসে?
দাসত্বের শেকলে বাঁধা সংসারী মানুষ,
ভবঘুরে যারা বলো তাদের কিবা দোষ!
বিবেকের সুতোয় গ্ৰন্থিত কালো ছায়া,
আঁধারও হেসে বলে আলোতেই মায়া।
মঞ্চায়িত জীবনে পরাধীনতাই সুখ;
দর্শকেরা বলে ভালো-ভালো হয়েছে খুব!
***********
তাং: ২৭/০৮/২০১৮ ইং
১০ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল:৬.২৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডা: সুদীপ্ত ৩০/০৮/২০১৮সুন্দর হয়েছে।
-
Riktam Ghosh ২৯/০৮/২০১৮অসাধারণ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/০৮/২০১৮অদ্ভুদ সুন্দর