রাখী বন্ধন
আজি এ পূন্য লগনে-
বাধিব রাখী তোমারে সযতনে।
রাখীর এই রাঙা সুতো গুলো,
মুছে দেবে সব আধাঁরের কালি।
পুষ্পাঞ্জলি পরশে মন্ত্র গাহিয়া,
বাধিব রাখী আজি আনন্দে নাচিয়া।
ভ্রাতৃত্বের বন্ধনে বাধিবো জগৎ,
আনন্দ জোয়ারে প্লাবিত পথ।
***********
তাং: ২৬/০৮/২০১৮ ইং
০৯ ভাদ্র,১৪২৫ বাংলা
রাত:১০.৪৫
বাধিব রাখী তোমারে সযতনে।
রাখীর এই রাঙা সুতো গুলো,
মুছে দেবে সব আধাঁরের কালি।
পুষ্পাঞ্জলি পরশে মন্ত্র গাহিয়া,
বাধিব রাখী আজি আনন্দে নাচিয়া।
ভ্রাতৃত্বের বন্ধনে বাধিবো জগৎ,
আনন্দ জোয়ারে প্লাবিত পথ।
***********
তাং: ২৬/০৮/২০১৮ ইং
০৯ ভাদ্র,১৪২৫ বাংলা
রাত:১০.৪৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/০৮/২০১৮উপভোগ্য
-
আহমাদ মাগফুর ২৭/০৮/২০১৮এই ভাষাটা বোধহয় কবিতা ছাড়া আপনি আপনার জীবনে আর কোথাও ব্যাহার করেন না। তাই না? শুধু কবিতা লিখলেই এই ভাষাটা কেন আসে তবে?