স্মৃতির কোলাহল
বালুকায় গাঁথি আমি সুখ স্মৃতি মালা,
সাগরেতে ভাসে মোর দুঃখ বিরহ জ্বালা।
মুঠো মুঠো স্বপ্নগুলো দুঃখ কণা হলো,
অনুরাগে বিরাগ গুলো নিমেষে মিশিলো।
অশ্রু ভেজা আঁখি মোর সাগরেতে জল,
বিবর্ণ বালুকায় আজি স্মৃতির কোলাহল।
********
তাং: ০৩/০৬/২০১৮ ইং
১৮ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল:৬.১৬
সাগরেতে ভাসে মোর দুঃখ বিরহ জ্বালা।
মুঠো মুঠো স্বপ্নগুলো দুঃখ কণা হলো,
অনুরাগে বিরাগ গুলো নিমেষে মিশিলো।
অশ্রু ভেজা আঁখি মোর সাগরেতে জল,
বিবর্ণ বালুকায় আজি স্মৃতির কোলাহল।
********
তাং: ০৩/০৬/২০১৮ ইং
১৮ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল:৬.১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৮/২০১৮অসাধারণ