পদপিষ্ট মেয়ে
যে মেয়েটি পদপিষ্ট হয়েছিল বারাণসীর মেলায়,
কটমট করে হাড়গুলো ভেঙেছিল জোড়ায় জোড়ায়।
কোনক্রমেই তার নিঃশ্বাস বেঁচেছিল সেই দিন।
পুণ্যার্থীদের পদচারণায় তার জীবন হলো সঙ্গীন।
সেদিনের লাথির ঘাগুলো শুকায়নি তার আজও,
হাতপেতে আজও বলে-"বাবা! হামকো পেসা দিও।"
শুনেছিলাম-"ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় চাঁদ।"
সেই ক্ষুধাই সেজেছিল- সেইদিন মেয়েটির মৃত্যুফাঁদ।
শকুনেরা কি উড়ে আজও- যারা শবদেহ খাবে?
তবে হায়! কেউ আছে মহাসুখে কেউ বড় অভাবে।
গনতন্ত্র অথবা সমাজতন্ত্র সবই মিথ্যার বেড়াজাল।
বঞ্চিত গরীবেরা আজও মানবিকতার বড়ই আকাল।
********
তাং: ০৬/০৬/২০১৮ ইং
২১ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল: ৭.০৯
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
কটমট করে হাড়গুলো ভেঙেছিল জোড়ায় জোড়ায়।
কোনক্রমেই তার নিঃশ্বাস বেঁচেছিল সেই দিন।
পুণ্যার্থীদের পদচারণায় তার জীবন হলো সঙ্গীন।
সেদিনের লাথির ঘাগুলো শুকায়নি তার আজও,
হাতপেতে আজও বলে-"বাবা! হামকো পেসা দিও।"
শুনেছিলাম-"ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় চাঁদ।"
সেই ক্ষুধাই সেজেছিল- সেইদিন মেয়েটির মৃত্যুফাঁদ।
শকুনেরা কি উড়ে আজও- যারা শবদেহ খাবে?
তবে হায়! কেউ আছে মহাসুখে কেউ বড় অভাবে।
গনতন্ত্র অথবা সমাজতন্ত্র সবই মিথ্যার বেড়াজাল।
বঞ্চিত গরীবেরা আজও মানবিকতার বড়ই আকাল।
********
তাং: ০৬/০৬/২০১৮ ইং
২১ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল: ৭.০৯
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অরন্য রানা ০৯/১০/২০১৮সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/০৯/২০১৮দারুন লিখেছেন
-
অলি শর্ম্মা ০৯/০৯/২০১৮Oshadharon
-
অর্ক রায়হান ২১/০৮/২০১৮দুঃখজনিত। অপেক্ষা পরিবর্তনের, সুদিনের।
-
আরমান আলী বাবু ২০/০৮/২০১৮অদম্য
-
তরুণ কান্তি ২০/০৮/২০১৮অত্যন্ত প্রাসঙ্গিক ।দারুণ অনুভূতির মানবিক কবিতা ।
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৮/২০১৮সমাজচিত্র।