প্রিয় কবি
তোমার কথা ভাবলেও-মাঝে ফাঁক খুঁজি না আমি,
অঝোর ধারায় বৃষ্টি ঝরা রাতে পাশে ছিলেনা তুমি।
স্মৃতির রোমন্থন করি আজ আমি একলা নিরালায়,
কেমন বিভোর থাকি মাদক বিহীন মাদকতার নেশায়।
অবেলা সহসা কানে যেন শুনি তোমার পদক্ষেপ,
পাশে তো কেউ নেই-তুমি নেই তাতে জাগে আক্ষেপ।
নির্জনতার নিঝুম রাতে রজনীগন্ধা কেন কাঁদে,
জানিনা সেও কি পড়েছিল আমার মতো প্রেমের ফাঁদে?
সাদা কালো জীবনে ভালোবাসার একখানা রঙিন ছবি,
এঁকেছিলে সেদিন তুমি বন্ধু-তুমি মোর প্রিয় কবি।
********
তাং: ০৮/০৬/২০১৮ ইং
২৩আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল: ৬.০১
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
অঝোর ধারায় বৃষ্টি ঝরা রাতে পাশে ছিলেনা তুমি।
স্মৃতির রোমন্থন করি আজ আমি একলা নিরালায়,
কেমন বিভোর থাকি মাদক বিহীন মাদকতার নেশায়।
অবেলা সহসা কানে যেন শুনি তোমার পদক্ষেপ,
পাশে তো কেউ নেই-তুমি নেই তাতে জাগে আক্ষেপ।
নির্জনতার নিঝুম রাতে রজনীগন্ধা কেন কাঁদে,
জানিনা সেও কি পড়েছিল আমার মতো প্রেমের ফাঁদে?
সাদা কালো জীবনে ভালোবাসার একখানা রঙিন ছবি,
এঁকেছিলে সেদিন তুমি বন্ধু-তুমি মোর প্রিয় কবি।
********
তাং: ০৮/০৬/২০১৮ ইং
২৩আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল: ৬.০১
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/০৯/২০১৮অসাধারন
-
রুজমান রুবেল ২০/০৮/২০১৮ভালো ছিল। চালিয়ে যান।