ঝিলমিলে-ঝাড়বাতি
দূরে বড্ড ব্যতিক্রমী আওয়াজ শুনা গেল,
হে গো গুলির আওয়াজ-
সঙ্গে হয়তো বা ল্যান্ড মাইনের মতো কিছু!
সালেহার বাসর ঘরের ঝিলমিলে-
ঝাড়বাতি গুলো নিভে গেল মুহূর্তে।
কান্নার গোঙানি-সঙ্গে আল্লাহু,আল্লাহ!
মনে হলো বিশ্ব শান্তির পরিমাপ চলছে-
দাঁড়িপাল্লার একদিকে পৃথিবীর সকল
শান্তিকামী মেহনতি মানুষ;
অন্যদিকে জঙ্গি, বিচ্ছিন্নতাবাদী কায়েমী স্বার্থপর-
নরপিশাচের দল।
দাঁড়িপাল্লা টলমল করে কাদের ভর বেশি!
ভূত প্রেতেরা পা ঝুলিয়ে বসে আছে স্বর্গের রাজপথে।
ভয় হয়,কারো যাবার সুযোগ নেই-
নরকে মানবিকতা বিহীন উত্তপ্ত অগ্নিপিন্ড।
মর্ত্যে খুন, ধর্ষণ আর বারুদের গন্ধ,
পাহাড়ে শান্তি নেই, সাগরে শান্তি নেই-
আছে শুধু ভীরুতা, হিংসা আর হতাশা।
শুধুমাত্র মঞ্চকে ঘিরে জনসমাগম-
কেউ দেখে আবার কেউ দেখায়,
অভিনয়ে-সবাই খুশী!
মদের বোতল ভাঙা হয়-অট্টহাসি চলে
আসলে নকলে।
কেউই ভাঙা টুকরো গুলো কুড়ায়না-
আস্ত বোতল সকলের চাই!
দর্শকের মাঝ থেকে কেউ কি আসবেন
কখনো-মঞ্চে ভাঙা বোতলের কাঁচের টুকরো
গুলো সযতনে কুড়িয়ে নিতে?
********
তাং: ১১/০৬/২০১৮ ইং
২৬ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল: ৬.৫২
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
হে গো গুলির আওয়াজ-
সঙ্গে হয়তো বা ল্যান্ড মাইনের মতো কিছু!
সালেহার বাসর ঘরের ঝিলমিলে-
ঝাড়বাতি গুলো নিভে গেল মুহূর্তে।
কান্নার গোঙানি-সঙ্গে আল্লাহু,আল্লাহ!
মনে হলো বিশ্ব শান্তির পরিমাপ চলছে-
দাঁড়িপাল্লার একদিকে পৃথিবীর সকল
শান্তিকামী মেহনতি মানুষ;
অন্যদিকে জঙ্গি, বিচ্ছিন্নতাবাদী কায়েমী স্বার্থপর-
নরপিশাচের দল।
দাঁড়িপাল্লা টলমল করে কাদের ভর বেশি!
ভূত প্রেতেরা পা ঝুলিয়ে বসে আছে স্বর্গের রাজপথে।
ভয় হয়,কারো যাবার সুযোগ নেই-
নরকে মানবিকতা বিহীন উত্তপ্ত অগ্নিপিন্ড।
মর্ত্যে খুন, ধর্ষণ আর বারুদের গন্ধ,
পাহাড়ে শান্তি নেই, সাগরে শান্তি নেই-
আছে শুধু ভীরুতা, হিংসা আর হতাশা।
শুধুমাত্র মঞ্চকে ঘিরে জনসমাগম-
কেউ দেখে আবার কেউ দেখায়,
অভিনয়ে-সবাই খুশী!
মদের বোতল ভাঙা হয়-অট্টহাসি চলে
আসলে নকলে।
কেউই ভাঙা টুকরো গুলো কুড়ায়না-
আস্ত বোতল সকলের চাই!
দর্শকের মাঝ থেকে কেউ কি আসবেন
কখনো-মঞ্চে ভাঙা বোতলের কাঁচের টুকরো
গুলো সযতনে কুড়িয়ে নিতে?
********
তাং: ১১/০৬/২০১৮ ইং
২৬ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল: ৬.৫২
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৮/২০১৮ভালো। জঙ্গি আমাদের সবার শত্রু।