শেষ পূঁজি
প্রকৃতির খেয়ালেতে আসা ও যাওয়া,
তার মাঝেই সাধে সব চাওয়া পাওয়া।
অমাবস্যার চাঁদে যেন গোমটা দেওয়া,
আঁধারেতে কোন কিছু যায় না দেখা।
কখনো হৃদয়েতে অসহ্য দহন জ্বালা,
আবার কখনো আনন্দতে আত্মহারা।
জীবনের দাবদাহের ঘৃতাহুতির মাঝে,
এই টুকু ভালোবাসা শেষ পূঁজি তাতে।
***********
তাং: ১৬/০৮/২০১৮ ইং
৩০ শ্রাবণ,১৪২৫ বাংলা
রাত:৯.০৪
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তার মাঝেই সাধে সব চাওয়া পাওয়া।
অমাবস্যার চাঁদে যেন গোমটা দেওয়া,
আঁধারেতে কোন কিছু যায় না দেখা।
কখনো হৃদয়েতে অসহ্য দহন জ্বালা,
আবার কখনো আনন্দতে আত্মহারা।
জীবনের দাবদাহের ঘৃতাহুতির মাঝে,
এই টুকু ভালোবাসা শেষ পূঁজি তাতে।
***********
তাং: ১৬/০৮/২০১৮ ইং
৩০ শ্রাবণ,১৪২৫ বাংলা
রাত:৯.০৪
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অলকানন্দা দে ১৭/০৮/২০১৮শ্রেষ্ঠ পুঁজি অক্ষয় থাকুক। ভালো লাগলো কবিবর ।আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার।
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৮/২০১৮বেশ তো।
-
কাজী জুবেরী মোস্তাক ১৭/০৮/২০১৮বাহ্
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০৮/২০১৮বেশ ভাল।