দুটি চাঁদ
আমি যদি মানুষ না হতাম-
তখনো কি তোমাকে ভালবাসতাম?
ধরি যদি আমি নদী তুমি সাগর,
জলে ভরে দিতাম তোমার বুকখানা ডাগর।
বলোনা পৃথিবীতে কতো আলো হতো,
দুটি চাঁদ যদি রাতে জ্বলতো?
********
তাং: ১২/০৬/২০১৮ ইং
২৭ আষাঢ়,১৪২৫ বাংলা
তখনো কি তোমাকে ভালবাসতাম?
ধরি যদি আমি নদী তুমি সাগর,
জলে ভরে দিতাম তোমার বুকখানা ডাগর।
বলোনা পৃথিবীতে কতো আলো হতো,
দুটি চাঁদ যদি রাতে জ্বলতো?
********
তাং: ১২/০৬/২০১৮ ইং
২৭ আষাঢ়,১৪২৫ বাংলা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অলকানন্দা দে ১৭/০৮/২০১৮আহা অমৃত কাব্য! অতুলনীয় কবি ।শুভেচ্ছা অফুরান
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৮/২০১৮ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/০৮/২০১৮অনেক ভাল লিখেছেন কবি।