বেহিসাবী পথ
পথ তুই কিন্তু বড্ড বেহিসাবী,
কি যেন একা ভাবিছ হিজিবিজি।
শবযাত্রা হলো কতোটা তোমার বুকে,
হিসাব কেমনে দিবে তুমি তাঁকে?
********
তাং: ১৪/০৬/২০১৮ ইং
২৯আষাঢ়,১৪২৫ বাংলা
কি যেন একা ভাবিছ হিজিবিজি।
শবযাত্রা হলো কতোটা তোমার বুকে,
হিসাব কেমনে দিবে তুমি তাঁকে?
********
তাং: ১৪/০৬/২০১৮ ইং
২৯আষাঢ়,১৪২৫ বাংলা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৮/২০১৮ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/০৮/২০১৮দারুণ।