বিদায় পথে
আমার ঘরের প্রদীপ শিখা,
জ্বালিয়ে যেন পাইগো দেখা।
তোমার হাসি গহন রাতে,
শুভেচ্ছা টুকু ভোর প্রভাতে।
আঁখির জলে ভাসাও তুমি,
বিদায় বেলায় মিলন ভূমি।
ক্লান্ত হলে বিদায় পথে,
রেখো মোরে মনের রথে।
********
তাং: ২১/০৬/২০১৮ ইং
৬ আষাঢ়,১৪২৫ বাংলা
সন্ধ্যা:৫.৩৯
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
জ্বালিয়ে যেন পাইগো দেখা।
তোমার হাসি গহন রাতে,
শুভেচ্ছা টুকু ভোর প্রভাতে।
আঁখির জলে ভাসাও তুমি,
বিদায় বেলায় মিলন ভূমি।
ক্লান্ত হলে বিদায় পথে,
রেখো মোরে মনের রথে।
********
তাং: ২১/০৬/২০১৮ ইং
৬ আষাঢ়,১৪২৫ বাংলা
সন্ধ্যা:৫.৩৯
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আশা মনি ১৩/০৮/২০১৮nice
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৮/২০১৮সুন্দর।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১২/০৮/২০১৮দারুণ গীতি কবিতা............