বান্ধবী
সিঁদুর বিহীন পরস্ত্রী বান্ধবী আমার,
বলে যদি পিছু কেহ মন্দ তাহার।
আকাশের তারা গুলো রাত জেগে জ্বলে,
মনেতে আশা যেন লোকে ভালো বলে।
সাবালকের আসা যাওয়া দূরেতে শিক্ষা,
দু’জনেই নিয়েছিলাম কবিতায় দীক্ষা।
ঘরেতে কেহ নাই শুধু টাঙানো স্মৃতি,
কখনো মনে হয় বেশ করি প্রীতি।
বয়সের দোলাচলে স্রোত কতো বয়,
সুশ্রী মুখচ্ছবি তাঁর সঞ্চিত হৃদয়।
***********
তাং: ১১/০৮/২০১৮ ইং
২৫ শ্রাবণ,১৪২৫ বাংলা
সকাল:৯.৩৯
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
বলে যদি পিছু কেহ মন্দ তাহার।
আকাশের তারা গুলো রাত জেগে জ্বলে,
মনেতে আশা যেন লোকে ভালো বলে।
সাবালকের আসা যাওয়া দূরেতে শিক্ষা,
দু’জনেই নিয়েছিলাম কবিতায় দীক্ষা।
ঘরেতে কেহ নাই শুধু টাঙানো স্মৃতি,
কখনো মনে হয় বেশ করি প্রীতি।
বয়সের দোলাচলে স্রোত কতো বয়,
সুশ্রী মুখচ্ছবি তাঁর সঞ্চিত হৃদয়।
***********
তাং: ১১/০৮/২০১৮ ইং
২৫ শ্রাবণ,১৪২৫ বাংলা
সকাল:৯.৩৯
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৮/২০১৮বেশ!
-
মীর মুহাম্মাদ আলী ১১/০৮/২০১৮সুন্দর।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০৮/২০১৮সুন্দর লাগল।