চাই অফুরন্ত
জন্মান্তর বলে কিছু আছে কিনা জানি না,
তবে সাধ যেন রয়ে যায়!
আমি ছুড়ে ফেলে দিতে চাই ন্যায় অন্যায়
বাধা নিষেধ।
আমি আমার মতো বাঁচতে চাই-
আকাশে উড়তে চাই শঙ্খচিলটির সাথে!
এ জন্মে না হলে পরজন্মে পারবো তো?
জানিনা চিতায় জ্বলবে কিনা-
আমার এই অতৃপ্ত দেহখানা!
পৃথিবীর রূপ রস গন্ধ -আরো পেতে চাই,
তবে ঘুম ভেঙ্গে যায়, গানের সু্রে-
"কে যেন ডাকে গো আমায়!"
********
তাং: ১৮/০৬/২০১৮ ইং
৩ আষাঢ়,১৪২৫ বাংলা
বিকাল:৫.৫২
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তবে সাধ যেন রয়ে যায়!
আমি ছুড়ে ফেলে দিতে চাই ন্যায় অন্যায়
বাধা নিষেধ।
আমি আমার মতো বাঁচতে চাই-
আকাশে উড়তে চাই শঙ্খচিলটির সাথে!
এ জন্মে না হলে পরজন্মে পারবো তো?
জানিনা চিতায় জ্বলবে কিনা-
আমার এই অতৃপ্ত দেহখানা!
পৃথিবীর রূপ রস গন্ধ -আরো পেতে চাই,
তবে ঘুম ভেঙ্গে যায়, গানের সু্রে-
"কে যেন ডাকে গো আমায়!"
********
তাং: ১৮/০৬/২০১৮ ইং
৩ আষাঢ়,১৪২৫ বাংলা
বিকাল:৫.৫২
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ০৯/০৮/২০১৮ভালো লাগল, ধন্যবাদ!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৯/০৮/২০১৮বেশ লিখেছেন
-
সাইদ খোকন নাজিরী ০৯/০৮/২০১৮এক জনমে না মিটলে স্বাধ
শত জনমেও হবেনা প্রভাত।
অনেক ধন্যবাদ কবি বন্ধু প্রিয়।