দোষ
মেয়েদের স্কুলটাতে পরীদের ভিড়,
তাতে এক শিক্ষক বড়ো গম্ভীর।
এখানে হাসি মজা ছিলো নাতো জানা,
ফুলে ভরা বাগানেতে ছুঁয়া ছিল মানা।
সুকুমারী মেয়েদের খিলখিলে হাসি,
স্যার বলে,'কেন তোরা দিয়েছিস কাশি?'
মন বড়ো ভালো তার মাধবীলতা,
মাঝে মাঝে মনে যেন লাগে বুঝি ব্যথা।
নীলিমার চোখে আঁকা লজ্জার সীমা,
দোষ বুঝি ছিলো তার পড়েছিল জামা।
***********
তাং: ০৭/০৮/২০১৮ ইং
২১ শ্রাবণ,১৪২৫ বাংলা
বিকাল:৫.৪২
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাতে এক শিক্ষক বড়ো গম্ভীর।
এখানে হাসি মজা ছিলো নাতো জানা,
ফুলে ভরা বাগানেতে ছুঁয়া ছিল মানা।
সুকুমারী মেয়েদের খিলখিলে হাসি,
স্যার বলে,'কেন তোরা দিয়েছিস কাশি?'
মন বড়ো ভালো তার মাধবীলতা,
মাঝে মাঝে মনে যেন লাগে বুঝি ব্যথা।
নীলিমার চোখে আঁকা লজ্জার সীমা,
দোষ বুঝি ছিলো তার পড়েছিল জামা।
***********
তাং: ০৭/০৮/২০১৮ ইং
২১ শ্রাবণ,১৪২৫ বাংলা
বিকাল:৫.৪২
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৭/০৮/২০১৮ওয়াও
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৮/২০১৮বাঃ
-
কামরুজ্জামান সাদ ০৭/০৮/২০১৮পোষাকে দোষ!