তবুও আশা রয়েছে
লাষ্ট বেঞ্চে বসা ছাত্র ছিলামনা যদিও,
তবুও ভাগ্যের বিড়ম্বনার যাতাকলে পিষ্ট হয়ে চলেছি আজও।
ব্যাগ, টুপি নিয়ে স্কুলে যেতে পারিনি কোনদিন,
নোট বই ছিলোনা তাই বানিয়েই লিখেছি উত্তর।
সহপাঠীদের ছিঁড়ে ফেলা পৃষ্ঠায় কবিতা লিখেছি,
কাগজের নৌকা ভালো লাগতো শৈশবের দিনে।
স্বপ্নের রাজ্যে ঐ নৌকায় পেড়িয়ে ছিলাম তেরো নদী,
'বাবা' খুব অসুস্থ-টিউশনে সংসার চলা।
'মা'কে বলে ভর্তি হয় এম.এ; এল.এল.বি'তে,
সামলাতে পারিনি জীবনের চড়াই উৎরাই ভঙ্গুর রাস্তা।
দু'একটি মেয়ে কথা দিয়েছিল নোটস্ দেবে বলে,
কিন্তু তা হয়ে উঠেনি-ব্যর্থতা ছিল তাতেও আমার।
তবুও আশা রয়েছে আজও-বয়স যদিও তেতাল্লিশ,
ভালোবাসি লেখা-লেখি, পড়াশোনা আর প্রিয় বন্ধু মহল।
***********
তাং: ০৫/০৮/২০১৮ ইং
১৯ শ্রাবণ,১৪২৫ বাংলা
সকাল: ৯.৫৯
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তবুও ভাগ্যের বিড়ম্বনার যাতাকলে পিষ্ট হয়ে চলেছি আজও।
ব্যাগ, টুপি নিয়ে স্কুলে যেতে পারিনি কোনদিন,
নোট বই ছিলোনা তাই বানিয়েই লিখেছি উত্তর।
সহপাঠীদের ছিঁড়ে ফেলা পৃষ্ঠায় কবিতা লিখেছি,
কাগজের নৌকা ভালো লাগতো শৈশবের দিনে।
স্বপ্নের রাজ্যে ঐ নৌকায় পেড়িয়ে ছিলাম তেরো নদী,
'বাবা' খুব অসুস্থ-টিউশনে সংসার চলা।
'মা'কে বলে ভর্তি হয় এম.এ; এল.এল.বি'তে,
সামলাতে পারিনি জীবনের চড়াই উৎরাই ভঙ্গুর রাস্তা।
দু'একটি মেয়ে কথা দিয়েছিল নোটস্ দেবে বলে,
কিন্তু তা হয়ে উঠেনি-ব্যর্থতা ছিল তাতেও আমার।
তবুও আশা রয়েছে আজও-বয়স যদিও তেতাল্লিশ,
ভালোবাসি লেখা-লেখি, পড়াশোনা আর প্রিয় বন্ধু মহল।
***********
তাং: ০৫/০৮/২০১৮ ইং
১৯ শ্রাবণ,১৪২৫ বাংলা
সকাল: ৯.৫৯
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নির্ঘুম মিশ্র ০৯/০৮/২০১৮সুন্দর একটি লেখা।
-
PRAMILA DEVI ০৮/০৮/২০১৮অভিনন্দন
-
কামরুজ্জামান সাদ ০৮/০৮/২০১৮মনের তারুণ্যটাই আসল ব্যাপার।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৮/০৮/২০১৮শুভকামনা
-
অলকানন্দা দে ০৮/০৮/২০১৮বাস্তব ছবি আবেগ সাজে সজ্জিত! অপরূপ কবি। অভিনন্দন জানাই ।