তোমার জন্মদিনে
'দাদা' তোমার
জন্মদিনে,
ক্ষুদ্র উপহার।
হৃদয় ভরা
ভালোবাসা,
শ্রদ্ধা আমার।
বৃষ্টি ঝরা
পিছল রাতে
চলতে থেকো
বিজয় পথে।
দামাল ঝড়ে,
ভয় পেয়না
বিজয় তোমার
হবেই হবে।
শ্রমিক কৃষক
সবাই তোমার,
বাদ পড়েনি
মুচি কামার।
সবাই মানুষ,
"মানুষ" তুমি।
ধন্য আমার,
জন্মভূমি।
*********
জন্মদিনে,
ক্ষুদ্র উপহার।
হৃদয় ভরা
ভালোবাসা,
শ্রদ্ধা আমার।
বৃষ্টি ঝরা
পিছল রাতে
চলতে থেকো
বিজয় পথে।
দামাল ঝড়ে,
ভয় পেয়না
বিজয় তোমার
হবেই হবে।
শ্রমিক কৃষক
সবাই তোমার,
বাদ পড়েনি
মুচি কামার।
সবাই মানুষ,
"মানুষ" তুমি।
ধন্য আমার,
জন্মভূমি।
*********
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৬/০৮/২০১৮অসাধারন।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৮/২০১৮অনেক ভাল লাগলো।
-
সুলতান মাহমুদ ০৬/০৮/২০১৮good