আকাশ
আকাশটা যতটুকু দেখি,
চোখে-চোখে আয়তন মেপে চলি।
চাঁদ তারা আর মেঘের মাঝে,
কে যেন লুকোচুরি খেলে।
অভিমান আর বিশ্বাস মনে,
আবার কেউ যেন কিছু বলে!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৬/১১/২০১৭
রাত:৯.২৪
চোখে-চোখে আয়তন মেপে চলি।
চাঁদ তারা আর মেঘের মাঝে,
কে যেন লুকোচুরি খেলে।
অভিমান আর বিশ্বাস মনে,
আবার কেউ যেন কিছু বলে!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৬/১১/২০১৭
রাত:৯.২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৬/০৮/২০১৮Sundor!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৮/২০১৮সুন্দর