বৃষ্টির ফাঁকে
বৃষ্টিটা ফিরিয়ে দিলো আমায়,
বাহিরে চন্-মনে দূর্বা ঘাস গুলো-
সর্বাঙ্গ সিক্ত করেছে আনন্দে।
কেউ হয়তো চেনে আমাকে-
আজকাল আমিও ভিজতে চাই,
ভেতরে ভেতরে আমার ইচ্ছে হয়-
আমিও ভিজে যাই বুলবুলিটির মতো!
গোপনে কেউ যেন জানালা খুলে
দেখে বলবে 'পাগল নাকি"!
জলাধার নামবে আমার গা বেয়ে,
আর কেউ হয়তো রবীন্দসঙ্গীত,
গাইবে -সেই অবেলা বৃষ্টির ফাঁকে।
রাত্রি আসবে অন্ধকার হবে-
তখন কেউ আর দেখবেনা আমাকে।
***********
তাং: ০৩/০৮/২০১৮ ইং
১৭ শ্রাবণ,১৪২৫ বাংলা
রাত: ১১.১২
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
বাহিরে চন্-মনে দূর্বা ঘাস গুলো-
সর্বাঙ্গ সিক্ত করেছে আনন্দে।
কেউ হয়তো চেনে আমাকে-
আজকাল আমিও ভিজতে চাই,
ভেতরে ভেতরে আমার ইচ্ছে হয়-
আমিও ভিজে যাই বুলবুলিটির মতো!
গোপনে কেউ যেন জানালা খুলে
দেখে বলবে 'পাগল নাকি"!
জলাধার নামবে আমার গা বেয়ে,
আর কেউ হয়তো রবীন্দসঙ্গীত,
গাইবে -সেই অবেলা বৃষ্টির ফাঁকে।
রাত্রি আসবে অন্ধকার হবে-
তখন কেউ আর দেখবেনা আমাকে।
***********
তাং: ০৩/০৮/২০১৮ ইং
১৭ শ্রাবণ,১৪২৫ বাংলা
রাত: ১১.১২
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মল্লিকা রায় ০৫/০৮/২০১৮সুন্দর কবিতা ।