বিদায় বেলা আসিল
বিদায় বেলা আসিল আজি মোদের অঙ্গনে,
ভাবি নাই কখনো বিদায় চাহিবে প্রিয়জনে।
অপত্য স্নেহে তুমি দেখিয়েছ জীবন পথখানি,
ত্রুটি করেছি কখনো তাতে হয়েছ অভিমানী।
ক্ষমা করে দিও তুমি-ভুল করেছি কতো,
চিনিতে পারিনি মোরা তুমি ছিলে শাশ্বত।
দিয়েছ ফুল ফল-ঝরিয়েছ জ্ঞান বৃষ্টি,
যাকিছু করেছি মোরা -সবই তোমারই সৃষ্টি।
আশীর্বাদ করো মোদের তুমি ফিরিবার পথে,
জীবন ধন্য মোদের তোমার অমোঘ পরশে।
********
তাং: ২৩/০৭/২০১৮ ইং
০৬ শ্রাবণ,১৪২৫ বাংলা
দুপুর: ১২.৫৩
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
ভাবি নাই কখনো বিদায় চাহিবে প্রিয়জনে।
অপত্য স্নেহে তুমি দেখিয়েছ জীবন পথখানি,
ত্রুটি করেছি কখনো তাতে হয়েছ অভিমানী।
ক্ষমা করে দিও তুমি-ভুল করেছি কতো,
চিনিতে পারিনি মোরা তুমি ছিলে শাশ্বত।
দিয়েছ ফুল ফল-ঝরিয়েছ জ্ঞান বৃষ্টি,
যাকিছু করেছি মোরা -সবই তোমারই সৃষ্টি।
আশীর্বাদ করো মোদের তুমি ফিরিবার পথে,
জীবন ধন্য মোদের তোমার অমোঘ পরশে।
********
তাং: ২৩/০৭/২০১৮ ইং
০৬ শ্রাবণ,১৪২৫ বাংলা
দুপুর: ১২.৫৩
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/০৮/২০১৮সুন্দর
-
মেহেদী হাসান (নয়ন) ০৩/০৮/২০১৮ধারুণ
-
স্বপ্নময় স্বপন ০৩/০৮/২০১৮সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/০৮/২০১৮অনেক ভাল।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৮/২০১৮ভালো।