কবির জীবন
কবির আশা স্বপ্নে ভাসা,
জীবন খোঁজে শব্দ পাওয়া।
এক জীবনের শতেক স্বপ্ন,
তবু কবি কবিতাতেই মগ্ন!
কবির মনে কথার মালা,
ভুলে তাতেই জীবন জ্বালা।
********
তাং: ১১/০৬/২০১৮ ইং
২৭জৈষ্ঠ,১৪২৫ বাং
দুপুর:১২.৪৩
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
জীবন খোঁজে শব্দ পাওয়া।
এক জীবনের শতেক স্বপ্ন,
তবু কবি কবিতাতেই মগ্ন!
কবির মনে কথার মালা,
ভুলে তাতেই জীবন জ্বালা।
********
তাং: ১১/০৬/২০১৮ ইং
২৭জৈষ্ঠ,১৪২৫ বাং
দুপুর:১২.৪৩
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৮/২০১৮ভালো লাগলো।
-
সাইদ খোকন নাজিরী ০২/০৮/২০১৮বাস্তবতার উজ্জ্বল দৃষ্ঠান্ত।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০২/০৮/২০১৮ঠিক বলেছেন কবি।
কবির মনের কথামালাই জীবন জ্বালা প্রশমিত করে থাকে।