ছুয়ে দিল হৃদয়
বিষন্নতা কখন ছুয়ে দিল হৃদয়,
মনে হয় কেউতো ছিল সদয়!
কান্না আসে যেন অন্তরে অন্তরে,
বাউলের গান শুনি ভুলিতে তারে!
সেই হাসি স্বপ্নময় আলোকের রাশি,
আঁধার রাতেতে শুনি স্বজনের বাঁশি।
জানালা খুলে আমি দেখি আকাশে,
স্বপ্নের ছবি খানা ভাসে বাতাসে!
********
তাং: ১২/০৬/২০১৮ ইং
২৮জৈষ্ঠ,১৪২৫ বাং
সকাল:৬.০৩
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
মনে হয় কেউতো ছিল সদয়!
কান্না আসে যেন অন্তরে অন্তরে,
বাউলের গান শুনি ভুলিতে তারে!
সেই হাসি স্বপ্নময় আলোকের রাশি,
আঁধার রাতেতে শুনি স্বজনের বাঁশি।
জানালা খুলে আমি দেখি আকাশে,
স্বপ্নের ছবি খানা ভাসে বাতাসে!
********
তাং: ১২/০৬/২০১৮ ইং
২৮জৈষ্ঠ,১৪২৫ বাং
সকাল:৬.০৩
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়েজ উল্লাহ রবি ০২/০৮/২০১৮ছুঁয়ে দিলে মন দারুণ! লিখেছেন ।।
-
সমির প্রামাণিক ০২/০৮/২০১৮সুন্দর হয়েছে।
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৮/২০১৮ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০২/০৮/২০১৮অসাধারন লিখলেন কবি।