www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক ব‍্যাগ শান্তি

শান্তি পাবার আশায়-
এক ব‍্যাগ শান্তি কিনতে গিয়েছিলুম,
পূব বাজারের ঠেকে।
গিয়ে দেখি শুধু চুম্বক আর চুম্বক,
প্রত‍্যেকেই টানছে নিজেদের দিকে।
বহুমুখী টান-ডানে বাঁয়ে
উপরে নীচে শুধু টান-টান।
পৃথিবীর সকল সৌন্দর্য এখানে-
বন্দী কারাগারে।
মখমলের গালিচা বিছানো,
সন্তর্পনে আমার প্রতিটি পদক্ষেপ।
তন্নতন্ন করে খুঁজি তারে-'শান্তি',
'শান্তি' কোথায় আছো?-
তখনো জানিনা আমি কিছুই।
একজন দারোয়ান এসে বললো-
'কাকে চাই?
আমি বললাম- 'শান্তি',কিনবো!
সে বলে-''শান্তি বিক্রি হবেনা,
আর বিক্রয় হলেও অমূল্য,
আপনি কিনতে পারবেন না,
বরং ভাড়াতে কাজ চালান।"
মনে হলো-কেউ যদি কেনে,
পৃথিবীটাকেই বিক্রি ক‍রে দিই-
এক ব‍্যাগ শান্তি কেনার জন্য।

***********
তাং: ‌০১/০৮/২০১৮ ইং
১৫ শ্রাবণ,১৪২৫ বাংলা
সকাল: ৭.০০
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast