স্বাধীনতার খোঁজে
স্বাধীনতার খোঁজে
- মধু মঙ্গল সিনহা
স্বাধীনতার খোঁজে আমি উড়েছি আকাশে,
আমার স্বাধীনতা চাই তো চাই-ই।
আভিযাত্যের গর্বে বস্ত্র কমেছিল শরীরে,
আর গা-ঢাকা ভালো লাগছিলোনা আমার!
একটু ভালোবাসার খোঁজে-
বিবস্ত্র হয়েছি বহুবার।
এবার ভালোবাসা চাইনা আর,
বস্ত্রও চাই স্বাধীনতাও চাই-
কিন্তু তা কি ভাগ্যে জুটে সবার!
********
তাং: ১0/০৬/২০১৮ ইং
২৬জৈষ্ঠ,১৪২৫ বাং
রাত:৯.২৭
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
- মধু মঙ্গল সিনহা
স্বাধীনতার খোঁজে আমি উড়েছি আকাশে,
আমার স্বাধীনতা চাই তো চাই-ই।
আভিযাত্যের গর্বে বস্ত্র কমেছিল শরীরে,
আর গা-ঢাকা ভালো লাগছিলোনা আমার!
একটু ভালোবাসার খোঁজে-
বিবস্ত্র হয়েছি বহুবার।
এবার ভালোবাসা চাইনা আর,
বস্ত্রও চাই স্বাধীনতাও চাই-
কিন্তু তা কি ভাগ্যে জুটে সবার!
********
তাং: ১0/০৬/২০১৮ ইং
২৬জৈষ্ঠ,১৪২৫ বাং
রাত:৯.২৭
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অলকানন্দা দে ০৮/০৮/২০১৮প্রভাময় কবি ।প্রভাতী শুভেচ্ছা একরাশ ।আলোকিত কলম এগিয়ে চলুক বাধাহীন গতিতে। অভিনন্দন জানাই অন্তরের ।
-
সাকির রোমান ০২/০৮/২০১৮এই ভারতবর্ষে কোনো স্বাধীনতা নেই; আমরা নিজের কাছেই নিজে পরাধীন।
-
দীপঙ্কর রায় ০১/০৮/২০১৮চমৎকার!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/০৮/২০১৮অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৮/২০১৮ভালো।