www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আসো তুমি

ওগো মেঘ তুমি আসো-
বৃষ্টি হয়ে ঝরে পড়ো;
ভিজিয়ে দাও এই উষ্ণ দেহখানি।
মেঘে মেঘে হাসাহাসি-
ভালো লাগবে খুব ভালো লাগবে।
চিবুক বেয়ে বৃষ্টির জলবিন্দু
গড়িয়ে পড়ুক বুকে-
বৃষ্টি তুমি আসো ভালো লাগবে!
গুরু গম্ভীর গর্জন
কাঁপিয়ে দিতে আমার হৃদয়,
তুমি আসো বৃষ্টি-ভালো লাগবে।
অন্তরে তরঙ্গীত সাগর-
মেঘ মল্লিকা বনে।
বাদল হাওয়া ঝড়ো ঝড়ো মনে,
তুমি আসো বৃষ্টি ভালো লাগবে।
ঘনঘোর বরিষায় ছেড়া
পাপড়ি পাতা,ভেসে যাবে কোথায়,
জানি না সেটা-
তবু তুমি আসো ভালো লাগবে।

***********
তাং: ‌৩১/০৭/২০১৮ ইং
১৪ শ্রাবণ,১৪২৫ বাংলা
সকাল: ৮.৩৪
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast