ঝরা পালক-৩
তবু তুমি দেখিবে মোরে নয়ন মুদিলে,
সেই হাসি মোর স্বাগত জানাবে তুমারে।
আবার কোন নতুন জনমের পথে-
ঘাস ফরিঙ কিংবা শ্বেত কবুতর হয়ে।
********
তাং: ২২/০৭/২০১৮ ইং
০৫ শ্রাবণ,১৪২৫ বাংলা
সেই হাসি মোর স্বাগত জানাবে তুমারে।
আবার কোন নতুন জনমের পথে-
ঘাস ফরিঙ কিংবা শ্বেত কবুতর হয়ে।
********
তাং: ২২/০৭/২০১৮ ইং
০৫ শ্রাবণ,১৪২৫ বাংলা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম ডি সবুজ ৩১/০৭/২০১৮সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ৩১/০৭/২০১৮ভালো।