জন্মদিনের শুভেচ্ছা
কৃষ্ণচূড়া আর রাঙা পলাশের ভিড়ে,
জন্মেছিলে তুমি মায়ের ক্রোড়ে।
আসিল আজি আবারও ফিরে,
'জন্মদিন'- খুশি আর ভালোবাসা ভরে!
মুখরিত চারিদিক আনন্দ সঘনে,
চির সুখী যেন থাকো প্রফুল্লিত মনে।
এই সুক্ষণে তুমি রহিলে দূরে,
এ কবিতা তাই আমি লেখিনু ভোরে!
প্রাণে মনে চাই হও ধন্য জীবনে,
অভিলাষ কিছু যদি বলিও আপনে!
বাঁধনহীন তুমি আজ যৌবনের তরে,
'মা' যেন থাকে তবু তোমার অন্তরে।
শীত গ্ৰীষ্ম ভালো থেকো বন্ধুদের ভীড়ে,
সেমিস্টারে ফিরে এসো আপন নীড়ে।
পিঠে পুলি আরো কতো রাধিবে মায়ে,
আনন্দে খেয়ো তুমি ধীরে ধীরে চেয়ে!
জন্মদিন কাটুক ভালো মনের মতন,
রহিল তোমায় আমার 'স্নেহ অভিনন্দন'!
🎂🎂🎂🎂🎂🎂🎂
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২4/০২/২০১৮ ইং
১১ ফাল্গুন,১৪২৪ বাং
সকাল: ৬.০৬
জন্মেছিলে তুমি মায়ের ক্রোড়ে।
আসিল আজি আবারও ফিরে,
'জন্মদিন'- খুশি আর ভালোবাসা ভরে!
মুখরিত চারিদিক আনন্দ সঘনে,
চির সুখী যেন থাকো প্রফুল্লিত মনে।
এই সুক্ষণে তুমি রহিলে দূরে,
এ কবিতা তাই আমি লেখিনু ভোরে!
প্রাণে মনে চাই হও ধন্য জীবনে,
অভিলাষ কিছু যদি বলিও আপনে!
বাঁধনহীন তুমি আজ যৌবনের তরে,
'মা' যেন থাকে তবু তোমার অন্তরে।
শীত গ্ৰীষ্ম ভালো থেকো বন্ধুদের ভীড়ে,
সেমিস্টারে ফিরে এসো আপন নীড়ে।
পিঠে পুলি আরো কতো রাধিবে মায়ে,
আনন্দে খেয়ো তুমি ধীরে ধীরে চেয়ে!
জন্মদিন কাটুক ভালো মনের মতন,
রহিল তোমায় আমার 'স্নেহ অভিনন্দন'!
🎂🎂🎂🎂🎂🎂🎂
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২4/০২/২০১৮ ইং
১১ ফাল্গুন,১৪২৪ বাং
সকাল: ৬.০৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ০৬/০৪/২০১৮নিত্য জন্মদিনের উৎসবে মাতি।
-
আবদুল্লাহ আল রাফি ২৫/০২/২০১৮nice
-
মল্লিকা রায় ২৪/০২/২০১৮চলছে জন্মদিনের উৎসব । ভাল থাকবেন কবি।
-
কামরুজ্জামান সাদ ২৪/০২/২০১৮চমৎকার কবিতা