একুশের স্মৃতি তটে
মধ্য রাতে জাগিল মিনার,
জয় জয়কার শুনি কাহার!
বাংলা মায়ের বীর সন্তান,
দিয়েছিল যারা খুশিতে প্রাণ!
জেগেছে যেন তাঁরা আবার,
গাহিল বাংলার গান শতবার!
অমর বাংলা অমর বাঙালি,
রহিল যে তোমাতে শ্রদ্ধাঞ্জলি।
খালি পায়ে প্রভাত ফেরি,
একে একে হাত ধরি।
অমর একুশের স্মৃতি তটে,
আমরা সবাই বাঙালি বটে।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২১/০২/২০১৮ ইং
৮ ফাল্গুন,১৪২৪ বাং
সকাল: ৪.৪১
জয় জয়কার শুনি কাহার!
বাংলা মায়ের বীর সন্তান,
দিয়েছিল যারা খুশিতে প্রাণ!
জেগেছে যেন তাঁরা আবার,
গাহিল বাংলার গান শতবার!
অমর বাংলা অমর বাঙালি,
রহিল যে তোমাতে শ্রদ্ধাঞ্জলি।
খালি পায়ে প্রভাত ফেরি,
একে একে হাত ধরি।
অমর একুশের স্মৃতি তটে,
আমরা সবাই বাঙালি বটে।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২১/০২/২০১৮ ইং
৮ ফাল্গুন,১৪২৪ বাং
সকাল: ৪.৪১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২১/০২/২০১৮শুদ্ধ হোক বাঙলা ভাষা।
-
সাইয়িদ রফিকুল হক ২১/০২/২০১৮ভালো।
-
আলম সারওয়ার ২১/০২/২০১৮বিনম্র শ্রদ্ধা