আলোক বর্তিকা
কামারের উনুনে জ্বালানে উত্তপ্ত,
লৌহ খন্ডের মতো জ্বলে আমি লাল!
তবুও যেন হিমালয়ের বরফের মতো,
শীতল পাথর হয়ে পড়ে রই....
মোর হৃদয় পোড়া মাংসের গন্ধ বের হয়,
তবুও যেন সহ্য করে বসে থাকি!
তোমার বঙ্কিম পথের আলোক বর্তিকা,
মোমের মতো বিগলিত দেহ নিয়ে মোর!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৯/০২/২০১৮ ইং
৬ ফাল্গুন,১৪২৪ বাং
সকাল: ৮.২৮
লৌহ খন্ডের মতো জ্বলে আমি লাল!
তবুও যেন হিমালয়ের বরফের মতো,
শীতল পাথর হয়ে পড়ে রই....
মোর হৃদয় পোড়া মাংসের গন্ধ বের হয়,
তবুও যেন সহ্য করে বসে থাকি!
তোমার বঙ্কিম পথের আলোক বর্তিকা,
মোমের মতো বিগলিত দেহ নিয়ে মোর!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৯/০২/২০১৮ ইং
৬ ফাল্গুন,১৪২৪ বাং
সকাল: ৮.২৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২০/০২/২০১৮সুন্দর লেখা।
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০২/২০১৮আচ্ছা।
-
মোঃ ফাহাদ আলী ১৯/০২/২০১৮তবুও সহ্য করে যাই। শুভেচ্ছা রইল প্রিয় কবি।