ভোটের বেলা
ভোট এসেছে, ভোট এসেছে,
তৈরী এবার সবাই!
ইচ্ছে মতো প্রচার হলো,
গনতন্ত্রের ছায়ায়।
কেউ বলেছে ,-
"চলো পাল্টায়!"
আবার কেউ যে বলে,-
"শান্তিটাকেই চাই,
পাল্টানোর আর দরকার নাই!"
নেতা যতই কথা বলেন-
জবাব দেবেন মানুষ!
পাঁচ বছরে একটা সুযোগ,
চিন্তা করেই দেবেন ভোট!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৫/০২/২০১৮ ইং
২ফাল্গুন,১৪২৪ বাং
সন্ধ্যা:৬.২১
তৈরী এবার সবাই!
ইচ্ছে মতো প্রচার হলো,
গনতন্ত্রের ছায়ায়।
কেউ বলেছে ,-
"চলো পাল্টায়!"
আবার কেউ যে বলে,-
"শান্তিটাকেই চাই,
পাল্টানোর আর দরকার নাই!"
নেতা যতই কথা বলেন-
জবাব দেবেন মানুষ!
পাঁচ বছরে একটা সুযোগ,
চিন্তা করেই দেবেন ভোট!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৫/০২/২০১৮ ইং
২ফাল্গুন,১৪২৪ বাং
সন্ধ্যা:৬.২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরিফ নীরদ ১৬/০২/২০১৮ভালো লাগল
-
কামরুজ্জামান সাদ ১৬/০২/২০১৮যোগ্য ব্যক্তিকেই ভোট দেওয়া উচিত।