www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভোটের বেলা

ভোট এসেছে, ভোট এসেছে,
তৈরী এবার সবাই!
ইচ্ছে মতো প্রচার হলো,
গনতন্ত্রের ছায়ায়।
কেউ বলেছে ,-
"চলো পাল্টায়!"
আবার কেউ যে বলে,-
"শান্তিটাকেই চাই,
পাল্টানোর আর দরকার নাই!"
নেতা যতই কথা বলেন-
জবাব দেবেন মানুষ!
পাঁচ বছরে একটা সুযোগ,
চিন্তা করেই দেবেন ভোট!

*********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৫/০২/২০১৮ ইং
২ফাল্গুন,১৪২৪ বাং
সন্ধ‍্যা:৬.২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast