গোলাপী চিঠি-৬
প্রেম দিবসে চিঠিখানা,
তোমার নামে লেখা!
হবে না যে এই দিনেতে,
তোমার সঙ্গে দেখা!
তুলেছিলাম গভীর রাতে,
কুয়াশা ভেজা গোলাপ!
হয়েছিল মোবাইল ফোনে,
এক তরফা আলাপ!
ভালো থেকো সোনা আমার,
আঁধার রাতের তারা।
তোমার প্রেমে কেমন যেন,
আজও দিশেহারা!
থাকলে দূরে মনের কাছে,
ভালোবাসার ছবি,
তুমি আমার কাঁচা সোনা,
আলোয় ভরা রবি!
ভলো থেকো সারা জীবন,
এটাই শুধু আশা,
শীত বসন্তে থাকে যেন,
তোমার ভালোবাসা!
কথা দিলাম তোমায় আমি,
প্রতি বারের মতো!
দুঃখ গুলো মুছে দেবো,
হোকনা আঁধার যতো!
বিদায় নিলাম চিঠি থেকে,
জাগবে ভোরে তুমি!
চিঠিখানা পাঠিয়ে দেবো,
বিনা খামে আমি!
ইতি
তোমার সুনু।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৪/০২/২০১৮ ইং
১ ফাল্গুন,১৪২৪ বাং
সকাল:৩.১৭
তোমার নামে লেখা!
হবে না যে এই দিনেতে,
তোমার সঙ্গে দেখা!
তুলেছিলাম গভীর রাতে,
কুয়াশা ভেজা গোলাপ!
হয়েছিল মোবাইল ফোনে,
এক তরফা আলাপ!
ভালো থেকো সোনা আমার,
আঁধার রাতের তারা।
তোমার প্রেমে কেমন যেন,
আজও দিশেহারা!
থাকলে দূরে মনের কাছে,
ভালোবাসার ছবি,
তুমি আমার কাঁচা সোনা,
আলোয় ভরা রবি!
ভলো থেকো সারা জীবন,
এটাই শুধু আশা,
শীত বসন্তে থাকে যেন,
তোমার ভালোবাসা!
কথা দিলাম তোমায় আমি,
প্রতি বারের মতো!
দুঃখ গুলো মুছে দেবো,
হোকনা আঁধার যতো!
বিদায় নিলাম চিঠি থেকে,
জাগবে ভোরে তুমি!
চিঠিখানা পাঠিয়ে দেবো,
বিনা খামে আমি!
ইতি
তোমার সুনু।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৪/০২/২০১৮ ইং
১ ফাল্গুন,১৪২৪ বাং
সকাল:৩.১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআরাফাত হোসাইন ২৬/০২/২০১৮সুন্দর
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৭/০২/২০১৮সুন্দর কবিতা চয়ন
-
আরিফ নীরদ ১৬/০২/২০১৮ছন্দে ছন্দে গতিময়!!অসাধারন!!
-
আব্দুল হক ১৫/০২/২০১৮Important wrote