গোলাপী চিঠি-২
'সোনা'-
আমার জানতে ইচ্ছে করেছে
'তুমি কেমন ছিলে তোমার সংসারে?'
যতটুকু গল্প জানি তাতে মনে হয়;
যদি এমন কোন যন্ত্র থাকতো,
অতীতকে সংশোধন করার বা তোমার
মনের দুঃখ বেদনাকে ভাগাভাগি
করে নেওয়ার-তবে অবশ্যই আমি তা করতাম!
আর দুঃখ গুলো ঘরের কোণের-
মাকড়সার জালের মতো যদি পরিস্কার করা যেত!
তবে অবশ্যই ব্রাশ করে নতুন রঙ লাগিয়ে;
কাছে এসে স্পর্শ করতাম
আর চোখ বুজে অনুভব করতাম-এবার কতো সুন্দরী হলে তুমি!
তুমি শান্তি পেতে কিনা জানি না,
তবে আমি শান্তি আর সুখ দুটোই পেতাম!
ইচ্ছে হয় দুঃখ গুলোকে ধরে ধরে
পাটের বস্তায় ঢুকিয়ে মুখ বেঁধে,
আর্বজনার মতো -
পুর পরিষদের গাড়িতে তুলে দিই, চির বিদায়ের জন্য!
তুমি চিরসুখী যেন হও!
আর তোমার জীবনের সুখ গুলোকেই
সাজিয়ে দিই টবে লাগানো ডালিয়া বা
গোলাপের মতো অথবা ছোট্ট টমেটো বা মরিচ গাছের মতো!
হাসলে বুঝি!
অথবা তুমি মনে মনে বলছ, 'কি লাভ?'
তুমি তো জানই ,'আমরা কেউই-
নিষ্ফলা নই!'একটু সময় কাটবে ভালোভাবে! বিশেষ করে-
জীবনের শেষ দিকটা, হয়তো বা!
একটু শান্তি পাবো জীবনের সিমান্তে এসে।
জানি মানুষ টানা হেঁচড়া করবে সন্মানের
পুঁজি-পাটা নিয়ে; জানি না কে কি ভাবে!
তবে এইটুকু নিশ্চয় জানি-
শীতের রাতের কম্বল খানা
এখনো তোমার বিছানায় রাখা আছে।
তুমি আজো শীতে কাঁপছো -
আমারও ঠান্ডা লেগে গলা বসেছে।
আর ঐ কম্বল নিরুপায় হয়ে-
তাঁকিয়ে আছে আমাদের দিকে!
ইতি
তোমার সুনু।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৯/০২/২০১৮ ইং
২৬মাঘ,১৪২৪ বাং
সকাল: ৬.২১
আমার জানতে ইচ্ছে করেছে
'তুমি কেমন ছিলে তোমার সংসারে?'
যতটুকু গল্প জানি তাতে মনে হয়;
যদি এমন কোন যন্ত্র থাকতো,
অতীতকে সংশোধন করার বা তোমার
মনের দুঃখ বেদনাকে ভাগাভাগি
করে নেওয়ার-তবে অবশ্যই আমি তা করতাম!
আর দুঃখ গুলো ঘরের কোণের-
মাকড়সার জালের মতো যদি পরিস্কার করা যেত!
তবে অবশ্যই ব্রাশ করে নতুন রঙ লাগিয়ে;
কাছে এসে স্পর্শ করতাম
আর চোখ বুজে অনুভব করতাম-এবার কতো সুন্দরী হলে তুমি!
তুমি শান্তি পেতে কিনা জানি না,
তবে আমি শান্তি আর সুখ দুটোই পেতাম!
ইচ্ছে হয় দুঃখ গুলোকে ধরে ধরে
পাটের বস্তায় ঢুকিয়ে মুখ বেঁধে,
আর্বজনার মতো -
পুর পরিষদের গাড়িতে তুলে দিই, চির বিদায়ের জন্য!
তুমি চিরসুখী যেন হও!
আর তোমার জীবনের সুখ গুলোকেই
সাজিয়ে দিই টবে লাগানো ডালিয়া বা
গোলাপের মতো অথবা ছোট্ট টমেটো বা মরিচ গাছের মতো!
হাসলে বুঝি!
অথবা তুমি মনে মনে বলছ, 'কি লাভ?'
তুমি তো জানই ,'আমরা কেউই-
নিষ্ফলা নই!'একটু সময় কাটবে ভালোভাবে! বিশেষ করে-
জীবনের শেষ দিকটা, হয়তো বা!
একটু শান্তি পাবো জীবনের সিমান্তে এসে।
জানি মানুষ টানা হেঁচড়া করবে সন্মানের
পুঁজি-পাটা নিয়ে; জানি না কে কি ভাবে!
তবে এইটুকু নিশ্চয় জানি-
শীতের রাতের কম্বল খানা
এখনো তোমার বিছানায় রাখা আছে।
তুমি আজো শীতে কাঁপছো -
আমারও ঠান্ডা লেগে গলা বসেছে।
আর ঐ কম্বল নিরুপায় হয়ে-
তাঁকিয়ে আছে আমাদের দিকে!
ইতি
তোমার সুনু।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৯/০২/২০১৮ ইং
২৬মাঘ,১৪২৪ বাং
সকাল: ৬.২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ১৪/০২/২০১৮চিঠিতে প্রেম।বাহ!