কহি মরীচিকা
মরীচিকা!
কে বলে মরীচিকা?
মৃদু স্বরে কহি আমি-
"হোক না মরীচিকা, তবু ভালোবাসি।"
ভালো লাগে আমার তার,
ঝিলমিলে আলো আর জলের প্রতিবিম্ব।
সাগর-বিরহে আছে বুঝি মরীচিকার তরে!
তোমার মনের গহনে
দেখি যেন প্রতিবিম্ব আমার।
তুমি মরীচিকা হও যদি,
কি করি বলো ভালো লাগে যে আমার।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৮/০২/২০১৮ ইং
২৫ মাঘ,১৪২৪ বাং
সন্ধ্যা: ১০.০৬
কে বলে মরীচিকা?
মৃদু স্বরে কহি আমি-
"হোক না মরীচিকা, তবু ভালোবাসি।"
ভালো লাগে আমার তার,
ঝিলমিলে আলো আর জলের প্রতিবিম্ব।
সাগর-বিরহে আছে বুঝি মরীচিকার তরে!
তোমার মনের গহনে
দেখি যেন প্রতিবিম্ব আমার।
তুমি মরীচিকা হও যদি,
কি করি বলো ভালো লাগে যে আমার।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৮/০২/২০১৮ ইং
২৫ মাঘ,১৪২৪ বাং
সন্ধ্যা: ১০.০৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ১৪/০২/২০১৮Sundor prokash...
-
রেজাউল রেজা (নীরব কবি) ১৩/০২/২০১৮সুন্দর কবিতা প্রিয় কবি।