পৃথিবী
সসাগরা পৃথিবী কতো সুন্দর তুমি,
কত রাজা যুদ্ধ করিল লভীতে ভূমি!
সুখিনী তবু তুমি রক্ত ঝড়ানো বুকে,
আলিঙ্গন করে রাখো আবারও তাকে!
নিজরূপে মোহিলে কতশত কমল,
আচরণে শ্রেষ্ঠা ও ব্যবহারে কোমল!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৩/০২/২০১৮ ইং
২০ মাঘ,১৪২৪ বাং
সন্ধা: ৮.৪১
কত রাজা যুদ্ধ করিল লভীতে ভূমি!
সুখিনী তবু তুমি রক্ত ঝড়ানো বুকে,
আলিঙ্গন করে রাখো আবারও তাকে!
নিজরূপে মোহিলে কতশত কমল,
আচরণে শ্রেষ্ঠা ও ব্যবহারে কোমল!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৩/০২/২০১৮ ইং
২০ মাঘ,১৪২৪ বাং
সন্ধা: ৮.৪১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১১/০২/২০১৮ভালো।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১১/০২/২০১৮very nice !
thank you . -
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১১/০২/২০১৮very nice !
thank yuo .