সাহিত্য সংস্কৃতি পরিষদ
আমন্ত্রণ করেছিলে তোমাদের সনে,
বহু আনন্দ আর তৃপ্তি পেয়েছি মনে!
ছিলোনা কারো সাথেই কোন পরিচয়,
ফেসবুকে লেখা পড়ে আমন্ত্রিত হয়।
'বিশেষ অতিথি' নাম মোর আমন্ত্রণে,
লেখা আমার ছাপিয়েছো 'উত্তরণ'-এ।
উপস্থিত গুণী কবি সঞ্চয়িতা রায়,
অমলেন্দু চৌধুরী কবিতার পাতায়।
হে যুব সংযোজিকা জবা চক্রবর্তী,
পৌরহিত্যে রচিলে এক নব সম্প্রীতি!
স্বার্থক হলে নিশ্চয় পরিষদ তুমি,
তোমার সঙ্গেতে আছে কত কত গুণী!
নারায়ন যেমন নাম অমায়িক কথন,
প্রতিক্ষায় হে বন্ধু আমার আমন্ত্রণ!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০১/০২/২০১৮ ইং
১৮ মাঘ,১৪২৪ বাং
সকাল: ৬.০২
বহু আনন্দ আর তৃপ্তি পেয়েছি মনে!
ছিলোনা কারো সাথেই কোন পরিচয়,
ফেসবুকে লেখা পড়ে আমন্ত্রিত হয়।
'বিশেষ অতিথি' নাম মোর আমন্ত্রণে,
লেখা আমার ছাপিয়েছো 'উত্তরণ'-এ।
উপস্থিত গুণী কবি সঞ্চয়িতা রায়,
অমলেন্দু চৌধুরী কবিতার পাতায়।
হে যুব সংযোজিকা জবা চক্রবর্তী,
পৌরহিত্যে রচিলে এক নব সম্প্রীতি!
স্বার্থক হলে নিশ্চয় পরিষদ তুমি,
তোমার সঙ্গেতে আছে কত কত গুণী!
নারায়ন যেমন নাম অমায়িক কথন,
প্রতিক্ষায় হে বন্ধু আমার আমন্ত্রণ!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০১/০২/২০১৮ ইং
১৮ মাঘ,১৪২৪ বাং
সকাল: ৬.০২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৯/০২/২০১৮Nice
-
মোঃ ফাহাদ আলী ০৮/০২/২০১৮সম্প্রীতি বেচ থাক যুগ যুগান্তরে। শুভকামনা রইল প্রিয় কবি।