www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুপার ব্লাড ব্লু-মুন

আমন্ত্রণ সুপার, ব্লাড, ব্লু-মুন দেখো,
১৫২ বছর পরে আজ মনে রেখো।
ভাগ‍্যবান বিশ্ববাসী চোখেতে দিখিবে,
না দেখিলে হৃদয়ে বেদনা যেন রবে।
মহাজাগতিক এক মনোরম দৃশ্য,
যার সাথে নাই নিত্য চাঁদের সাদৃশ্য।
দেখা যাবে ঐ পূর্ণ গ্ৰাস চন্দ্রগ্ৰহণ,
সঙ্গে সুপার মুন ও ব্লু-মুন দারুণ।
আজ ২০১৮-র ৩১শে জানুয়ারি,
দেখো যেন চাঁদ সকল নর নারী।
শুরু হবে বিকাল ৪টা ৫১ মিনিটে,
শেষ হবে রাতের ১০টা ৮ মিনিটে।
৭ ভাগ বড় ৩০ভাগ বেশী উজ্বল,
দেখিতে নামিবে এ সন্ধ্যায় জনঢল।

*********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩১/০১/২০১৮ ইং
১৭ মাঘ,১৪২৪ বাং
সকাল: ৮.৪৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার গাণিতিক হিশাব।চন্দ্রগ্রহণ এবং পূর্ণচন্দ্র দুটিই প্রিয়।
  • দেখি নাই।
  • সুন্দর
 
Quantcast