বাদশা
নয়নে নয়নে রাখিলাম প্রিয়ে তোরে,
হাসিতে নারিলাম ঐ দিবস অন্তরে!
কাহার বাঁশি পশিল যেন তবো কানে,
গম্ভীর হইলে কেন খলের দর্শনে!
বাছি বাছি বাক্য কহো মন ভাঙিবারে,
চরণেতে পড়ে থাকি ভালোবাসি যারে!
যানিনা কোন ফুল গন্ধ যে মোর নাই,
তবুও ফোঁটি যদি পরশ তবো পাই!
তুমি দেবী শিল্পী-মন চিনিবে যেমন,
বাদশা আলাউদ্দিনে প্রেম কেমন!
আলোকের পরী তুমি বন্ধুবতী নারী,
যে পাত্রতে থাকো প্রিয়ে রূপ ধরো তারি!
আমি প্রেমের রাজা বাদশা সুলতান,
শেষ বিন্দু ভালোবাসে ত্যাজিব এ প্রাণ!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৭/০১/২০১৮ ইং
১৩ মাঘ,১৪২৪ বাং
সকাল: ৬.০৬
হাসিতে নারিলাম ঐ দিবস অন্তরে!
কাহার বাঁশি পশিল যেন তবো কানে,
গম্ভীর হইলে কেন খলের দর্শনে!
বাছি বাছি বাক্য কহো মন ভাঙিবারে,
চরণেতে পড়ে থাকি ভালোবাসি যারে!
যানিনা কোন ফুল গন্ধ যে মোর নাই,
তবুও ফোঁটি যদি পরশ তবো পাই!
তুমি দেবী শিল্পী-মন চিনিবে যেমন,
বাদশা আলাউদ্দিনে প্রেম কেমন!
আলোকের পরী তুমি বন্ধুবতী নারী,
যে পাত্রতে থাকো প্রিয়ে রূপ ধরো তারি!
আমি প্রেমের রাজা বাদশা সুলতান,
শেষ বিন্দু ভালোবাসে ত্যাজিব এ প্রাণ!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৭/০১/২০১৮ ইং
১৩ মাঘ,১৪২৪ বাং
সকাল: ৬.০৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ২৮/০১/২০১৮sindor ovobekti...
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০১/২০১৮বেশ।
-
মোঃ ফাহাদ আলী ২৭/০১/২০১৮শিল্পী হৃদয়ের কাব্যিক অনুভূতির ছোঁয়া। শুভকামনা রইল প্রিয় কবি।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৭/০১/২০১৮সুন্দর উপস্থাপন প্রিয়