নেতাজী
পুণ্য জন্ম দিবস ২৩ শে জানুয়ারি,
আসো আজি গাহি গান সব নর নারী।
বীর সেনাপতি তুমি ভারত রতন,
এ পুণ্য লগ্নে তোমারে করি যে স্মরণ।
আনিলে যে দেশপ্রেম পরাধীন দেশে,
সশস্ত্র সংগ্ৰামে ভীত দুষ্ট বৃটিশে।
আহব্বান করিলে তুমি রক্তের ডাকে,
অবহেলায় ঐ ডাকে কে ঘরেতে থাকে!
"দিল্লি চলো" ভাঙিতে ঐ দাসত্ব শৃঙ্খল,
সে ডাকে 'স্বাধীন' হলো ভারত উজ্বল।
"নেতাজী" নাম নয় ইতিহাস সোনার,
বাকি আরো বহু আছে জানার তাঁহার!
"বন্দেমাতম" ভারত দেশ মাতৃভূমি,
"নেতাজী" অমর রহো হৃদয়েতে তুমি।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৩/০১/২০১৮ ইং
১০ মাঘ,১৪২৪ বাং
সকাল: ৬.১৫
আসো আজি গাহি গান সব নর নারী।
বীর সেনাপতি তুমি ভারত রতন,
এ পুণ্য লগ্নে তোমারে করি যে স্মরণ।
আনিলে যে দেশপ্রেম পরাধীন দেশে,
সশস্ত্র সংগ্ৰামে ভীত দুষ্ট বৃটিশে।
আহব্বান করিলে তুমি রক্তের ডাকে,
অবহেলায় ঐ ডাকে কে ঘরেতে থাকে!
"দিল্লি চলো" ভাঙিতে ঐ দাসত্ব শৃঙ্খল,
সে ডাকে 'স্বাধীন' হলো ভারত উজ্বল।
"নেতাজী" নাম নয় ইতিহাস সোনার,
বাকি আরো বহু আছে জানার তাঁহার!
"বন্দেমাতম" ভারত দেশ মাতৃভূমি,
"নেতাজী" অমর রহো হৃদয়েতে তুমি।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৩/০১/২০১৮ ইং
১০ মাঘ,১৪২৪ বাং
সকাল: ৬.১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৪/০১/২০১৮নেতাজীকে শ্রদ্ধা ... খুব ভালো!
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৪/০১/২০১৮সুন্দর ভালোবাসা দেখিয়েছেন
-
আলম সারওয়ার ২৪/০১/২০১৮অসাধারণ কবিতা র জন্য শুভেচ্ছা জানবেন প্রিয় কবি
-
শ.ম. শহীদ ২৪/০১/২০১৮অসাধারণ।
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০১/২০১৮সুন্দর।