রবীন্দ্রনাথে প্রতি
বুকের ভেতর বহে প্রেম মন্দাকিনী,
রবিঠাকুর মোর মনে জাগে রজনী।
কানে শুনে বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
যেন আজ লাগে বর্ষা শীতের দুপুর।
'গীতাঞ্জলি' গীতি কাব্যে প্রফুল্লিত মন,
ভ্রমরার গুঞ্জনেতে জাগিল গগন।
চোখে চোখে খোঁজি আমি দৃষ্টি সীমানায়,
তোমার সাহিত্য গানে নব ঠিকানায়।
প্রতিদিন নতুন লাগে পুরাতন তাই,
সৃষ্টি সুখের উল্লাস তোমাতেই পাই।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২২/০১/২০১৮ ইং
০৮ মাঘ,১৪২৪ বাং
বিকাল: ২.৪১
রবিঠাকুর মোর মনে জাগে রজনী।
কানে শুনে বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
যেন আজ লাগে বর্ষা শীতের দুপুর।
'গীতাঞ্জলি' গীতি কাব্যে প্রফুল্লিত মন,
ভ্রমরার গুঞ্জনেতে জাগিল গগন।
চোখে চোখে খোঁজি আমি দৃষ্টি সীমানায়,
তোমার সাহিত্য গানে নব ঠিকানায়।
প্রতিদিন নতুন লাগে পুরাতন তাই,
সৃষ্টি সুখের উল্লাস তোমাতেই পাই।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২২/০১/২০১৮ ইং
০৮ মাঘ,১৪২৪ বাং
বিকাল: ২.৪১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ২৪/০১/২০১৮sundor proyash...
-
সাইয়িদ রফিকুল হক ২২/০১/২০১৮বাঃ
-
সৌম্যকান্তি চক্রবর্তী ২২/০১/২০১৮সুন্দর কবিতা
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২২/০১/২০১৮ভালো লিখা