স্বরস্বতী পূজা
আকাশে বাতাসে আবেগ আর আনন্দ,
শিশুদের গায়ে যেন স্বরস্বতী গন্ধ।
মণিময় চোখে সাজে কাজলের কালি,
শাড়ি পড়া মেয়ে গুলো হাতে পুষ্পডালি।
মূর্তিতে ফুল চন্দন দীপ ধূপ জ্বলে,
ভালোবাসা কথা বলে উৎসব স্থলে।
যথা তথা গুচ্ছ যেন কমলের দল,
আনন্দে সবাই করে আত্ম কোলাহল।
কর্ম করে প্রতিজনই যে যার মতো,
অঞ্জলিতে প্রতিজ্ঞা লয় কয়েক শত!
দ্রুতলয়ে দিন কাটে আনন্দের মাঝে,
প্রসাদেতে মন ভরে আলো এলো সাঁঝে।
ক্লান্ত তনু তরতাজা প্রতিমার বেশে,
অক্ষয় স্মৃতি লয়ে ফিরে ঘরেতে শেষে।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২২/০১/২০১৮ ইং
০৮ মাঘ,১৪২৪ বাং
সকাল: ৬.৫৪
শিশুদের গায়ে যেন স্বরস্বতী গন্ধ।
মণিময় চোখে সাজে কাজলের কালি,
শাড়ি পড়া মেয়ে গুলো হাতে পুষ্পডালি।
মূর্তিতে ফুল চন্দন দীপ ধূপ জ্বলে,
ভালোবাসা কথা বলে উৎসব স্থলে।
যথা তথা গুচ্ছ যেন কমলের দল,
আনন্দে সবাই করে আত্ম কোলাহল।
কর্ম করে প্রতিজনই যে যার মতো,
অঞ্জলিতে প্রতিজ্ঞা লয় কয়েক শত!
দ্রুতলয়ে দিন কাটে আনন্দের মাঝে,
প্রসাদেতে মন ভরে আলো এলো সাঁঝে।
ক্লান্ত তনু তরতাজা প্রতিমার বেশে,
অক্ষয় স্মৃতি লয়ে ফিরে ঘরেতে শেষে।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২২/০১/২০১৮ ইং
০৮ মাঘ,১৪২৪ বাং
সকাল: ৬.৫৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২২/০১/২০১৮শুভেচ্ছা রইল প্রিয়
-
মোঃ ফাহাদ আলী ২২/০১/২০১৮বিশ্ব ভরা সুখে ছেয়ে যাক। শুভেচ্ছা রইল।