প্রভাত বেলা
কলোরব শুনি আমি ভোরের পাখির,
রাশি রাশি কুয়াশার সাগর গভীর।
চারিদিকেতে ডাক শুনি ঝিঝি পোকার,
সহস্র ফুল জাগায় নিজের বাহার।
চন্দ্রের বিদায়ে অশ্রু ঝরিলো যাহার,
রবির উদয়েতে আলোকিত আবার!
মণিময় শিশির ঝরা প্রভাত বেলা,
শোভিল আনন্দে আজি আলোকের খেলা।
ভ্রমিতে চাহে মন সঙ্গেতে প্রিয় জন,
ধ্রুবতারা একা আজ শূন্য এ গগন।
পবনেতে ভাসে আজ চম্পার সুগন্ধি,
রজনীগন্ধা করিল তাতে কালসন্ধি।
রত্নখচিত আলোকে প্রতিবিন্ধু হীরা,
জেগে থেকো প্রতিক্ষণে করে দিশেহারা!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২১/০১/২০১৮ ইং
০৭ মাঘ,১৪২৪ বাং
সকাল: ৯.২৩
রাশি রাশি কুয়াশার সাগর গভীর।
চারিদিকেতে ডাক শুনি ঝিঝি পোকার,
সহস্র ফুল জাগায় নিজের বাহার।
চন্দ্রের বিদায়ে অশ্রু ঝরিলো যাহার,
রবির উদয়েতে আলোকিত আবার!
মণিময় শিশির ঝরা প্রভাত বেলা,
শোভিল আনন্দে আজি আলোকের খেলা।
ভ্রমিতে চাহে মন সঙ্গেতে প্রিয় জন,
ধ্রুবতারা একা আজ শূন্য এ গগন।
পবনেতে ভাসে আজ চম্পার সুগন্ধি,
রজনীগন্ধা করিল তাতে কালসন্ধি।
রত্নখচিত আলোকে প্রতিবিন্ধু হীরা,
জেগে থেকো প্রতিক্ষণে করে দিশেহারা!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২১/০১/২০১৮ ইং
০৭ মাঘ,১৪২৪ বাং
সকাল: ৯.২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২১/০১/২০১৮শুভেচ্ছা কবি
-
সাইয়িদ রফিকুল হক ২১/০১/২০১৮সুন্দর প্রভাতবর্ণনা।
-
মোঃ ফাহাদ আলী ২১/০১/২০১৮মন নাচে ভোরের আলোয়। শুভাকামনা রইল প্রিয় কবি।