নীল শাড়ি
নীল শাড়ি পড়া মেয়ে
জাগিল আকাশে,
সুমধুর গান শুনি,
নির্মল বাতাসে।
চাঁদ বুড়ি হেসে বলে,
'মুখ যে ফেকাশে!'
হাট কেঁদে বলে বন্ধু,
'একা আছি বসে!'
চাঁদ বলে আমি আছি,
'ভাবনাটা কিসে!'
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৩/১২/২০১৭ ইং
৬ পৌষ,১৪২৪ বাং
সকাল:৬.২৫
জাগিল আকাশে,
সুমধুর গান শুনি,
নির্মল বাতাসে।
চাঁদ বুড়ি হেসে বলে,
'মুখ যে ফেকাশে!'
হাট কেঁদে বলে বন্ধু,
'একা আছি বসে!'
চাঁদ বলে আমি আছি,
'ভাবনাটা কিসে!'
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৩/১২/২০১৭ ইং
৬ পৌষ,১৪২৪ বাং
সকাল:৬.২৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০১/২০১৮আচ্ছা।
-
শ.ম. শহীদ ১৯/০১/২০১৮দারুণ...।