সবার মঙ্গল
পূর্বদুঃখ যত ছিল মন ধুয়ে জলে,
স্বর্গ সুখ খুজে চলি দুঃখের বদলে।
কেবল খুঁজেছি আমি সুখের ঠিকানা,
আছে কি তোমাদের কারো কিছু জানা!
শরীরে ক্লান্ত আমি দুরের পদযাত্রী,
কাটে অনাহার অনিদ্রায় কত রাত্রি!
কাঁদিয়া ফিরিতে চাহি কল্যাণীর বাড়ি,
কিন্তু দিতে হবে আজ বহুদূর পাড়ি।
আঁখি মেলে চেয়ে থাকি দূরের আকাশে,
কোন দেবী ডাকে আমায় ভেসে বাতাসে।
উজ্বল আঁখি তার বুকেতে ভরা জল,
ভালোবেসে মন উড়ে ফেলে তারা দল।
উচ্চ পর্বত লঙ্ঘিতে চাই মনোবল,
সতেজ মনেতে হয় সবার মঙ্গল।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৯/০১/২০১৮ ইং
২৪পৌষ,১৪২৪ বাং
সন্ধ্যা:৮.৩৯
স্বর্গ সুখ খুজে চলি দুঃখের বদলে।
কেবল খুঁজেছি আমি সুখের ঠিকানা,
আছে কি তোমাদের কারো কিছু জানা!
শরীরে ক্লান্ত আমি দুরের পদযাত্রী,
কাটে অনাহার অনিদ্রায় কত রাত্রি!
কাঁদিয়া ফিরিতে চাহি কল্যাণীর বাড়ি,
কিন্তু দিতে হবে আজ বহুদূর পাড়ি।
আঁখি মেলে চেয়ে থাকি দূরের আকাশে,
কোন দেবী ডাকে আমায় ভেসে বাতাসে।
উজ্বল আঁখি তার বুকেতে ভরা জল,
ভালোবেসে মন উড়ে ফেলে তারা দল।
উচ্চ পর্বত লঙ্ঘিতে চাই মনোবল,
সতেজ মনেতে হয় সবার মঙ্গল।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৯/০১/২০১৮ ইং
২৪পৌষ,১৪২৪ বাং
সন্ধ্যা:৮.৩৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৯/০১/২০১৮অপূর্ব ...
-
ন্যান্সি দেওয়ান ১৮/০১/২০১৮Very Nice...
-
মোঃ ফাহাদ আলী ১৮/০১/২০১৮প্রিয় কবির কোন লেখাই বাদ দিতে পারি না। আগের মতই অপূর্ব।