বাসন্তী
'বসন্ত' হয়তোবা তোমায় ভুলে গেছি,
'শীত' আরো 'শীত বস্ত্র' নিয়ে শুয়ে আছি!
শৈত্যপ্রবাহে হৃদস্পন্দন স্তব্দ প্রায়,
'বসন্ত' তুমি যে হারিয়ে গেছো কোথায়!
আমি যে ভীত সন্ত্রস্ত শীতের ডেরায়,
নিস্তেজ আমি তাঁকায় তোমার আশায়!
সুবচনী বসন্ত তুমি আবার আসো,
সুন্দরী তুমি একটু যেন ভালোবাসো!
কামনা আমার রয়েছে তোমারে লয়ে,
তুমি আসো দ্রুত ফিরে আলয়ে অভয়ে।
তোমার রূপমাধুরী আনন্দ জোয়ারে,
আসো তুমি আমার জীবনে বারেবারে।
'বসন্ত' তুমি না হয় বাসন্তীই হলে,
তবুও যেয়ো না আমায় কখনো ভুলে!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৭/০১/২০১৮ ইং
০৩ মাঘ,১৪২৪ বাং
সকাল:৬.২৪
'শীত' আরো 'শীত বস্ত্র' নিয়ে শুয়ে আছি!
শৈত্যপ্রবাহে হৃদস্পন্দন স্তব্দ প্রায়,
'বসন্ত' তুমি যে হারিয়ে গেছো কোথায়!
আমি যে ভীত সন্ত্রস্ত শীতের ডেরায়,
নিস্তেজ আমি তাঁকায় তোমার আশায়!
সুবচনী বসন্ত তুমি আবার আসো,
সুন্দরী তুমি একটু যেন ভালোবাসো!
কামনা আমার রয়েছে তোমারে লয়ে,
তুমি আসো দ্রুত ফিরে আলয়ে অভয়ে।
তোমার রূপমাধুরী আনন্দ জোয়ারে,
আসো তুমি আমার জীবনে বারেবারে।
'বসন্ত' তুমি না হয় বাসন্তীই হলে,
তবুও যেয়ো না আমায় কখনো ভুলে!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৭/০১/২০১৮ ইং
০৩ মাঘ,১৪২৪ বাং
সকাল:৬.২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৯/০১/২০১৮বেশ ...