মনে রেখো
তব গতিতে হেরিনু বিদ্যুৎ চমক,
নানা পুষ্পে সাজিল আজি এই ভূলোক।
মালতিরা ফুটে আজি রাতে সাখী সাখী,
আনন্দেতে গাহিল কত শতেক পাখি।
শুনি আমি আজি একা মনের গহনে,
মুরতি সাজিছ মম হৃদয় কাননে।
চারি দিকে ভাসিছে রাতে সুগন্ধি তব,
অস্থির চিত্ত যেন, 'তোমা খুঁজিয়া লব।'
শোভিলে তুমি আজি মম হৃদয়াঙ্গন,
জাগিল আজি জলকেলী করিতে মন।
কুসুমাবদন তুমি কাঞ্চন কামিনী,
হরণ করিলে যে মম সুখ যামিনী।
বঁধু তুমি সাজো যদি মানব জীবনে,
মনে যেন রেখো তুমি এই আকিঞ্চনে।
নানা পুষ্পে সাজিল আজি এই ভূলোক।
মালতিরা ফুটে আজি রাতে সাখী সাখী,
আনন্দেতে গাহিল কত শতেক পাখি।
শুনি আমি আজি একা মনের গহনে,
মুরতি সাজিছ মম হৃদয় কাননে।
চারি দিকে ভাসিছে রাতে সুগন্ধি তব,
অস্থির চিত্ত যেন, 'তোমা খুঁজিয়া লব।'
শোভিলে তুমি আজি মম হৃদয়াঙ্গন,
জাগিল আজি জলকেলী করিতে মন।
কুসুমাবদন তুমি কাঞ্চন কামিনী,
হরণ করিলে যে মম সুখ যামিনী।
বঁধু তুমি সাজো যদি মানব জীবনে,
মনে যেন রেখো তুমি এই আকিঞ্চনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ১৪/০১/২০১৮ছন্দের মায়াবী স্পর্শ আছে।
-
ফয়সাল রহমান ১৪/০১/২০১৮ভালো
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ১৩/০১/২০১৮খুব সুন্দর
-
কাজী জুবেরী মোস্তাক ১৩/০১/২০১৮বাহ্
-
পি পি আলী আকবর ১৩/০১/২০১৮ভালো
-
আব্দুর রউফ সালাফী ১৩/০১/২০১৮সুন্দর শব্দ প্রয়োগ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০১/২০১৮বেশ!
-
আরিফ নীরদ ১৩/০১/২০১৮চমৎকার