বিবেকানন্দ
তবো জয়গান গাহি হে চিরকুমার,
'জয় বিবেকানন্দ' মুখে আজি সবার!
'গুরু' তবো স্পর্শে ধন্য হলো যে ধরণী,
অরুণ-রঙে রাঙালে জীবনের বাণী।
মুক্ত করিলে আত্ম দাসত্বের শৃঙ্খল,
সরালে মানবতা বিহীন জগদ্দল।
বাসনা তবো জাগে বিশ্বাস মানুষেতে,
দিয়াছ জ্ঞানের আলো অন্ধকার রাতে।
সন্ন্যাসী তোমায় ডাকে শিকাগোর মাটি,
জীবে প্রেমের বাণী যে গেয়েছিলে খাঁটি।
ভিখারি বাউলের ভীড়ে খুঁজেছ 'প্রভূ,'
হিংসা নিন্দা তবে অকারনই শুধু।
সদাই হৃদয়ে থেকো তুমি মোর 'গুরু',
তবো নামে প্রিতিদিন হয় যেন শুরু।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১২/০১/২০১৮ ইং
২৭পৌষ,১৪২৪ বাং
সকাল:৬.১৮
'জয় বিবেকানন্দ' মুখে আজি সবার!
'গুরু' তবো স্পর্শে ধন্য হলো যে ধরণী,
অরুণ-রঙে রাঙালে জীবনের বাণী।
মুক্ত করিলে আত্ম দাসত্বের শৃঙ্খল,
সরালে মানবতা বিহীন জগদ্দল।
বাসনা তবো জাগে বিশ্বাস মানুষেতে,
দিয়াছ জ্ঞানের আলো অন্ধকার রাতে।
সন্ন্যাসী তোমায় ডাকে শিকাগোর মাটি,
জীবে প্রেমের বাণী যে গেয়েছিলে খাঁটি।
ভিখারি বাউলের ভীড়ে খুঁজেছ 'প্রভূ,'
হিংসা নিন্দা তবে অকারনই শুধু।
সদাই হৃদয়ে থেকো তুমি মোর 'গুরু',
তবো নামে প্রিতিদিন হয় যেন শুরু।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১২/০১/২০১৮ ইং
২৭পৌষ,১৪২৪ বাং
সকাল:৬.১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ১২/০১/২০১৮হৃদয় ছোঁয়া গভীর অনুভূতি।
-
পি পি আলী আকবর ১২/০১/২০১৮ভালো
-
রাশেদ খাঁন ১২/০১/২০১৮ভালো...
-
কামরুজ্জামান সাদ ১২/০১/২০১৮ভাবগম্ভীর লেখা।